রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি বাসা থেকে ফাতেমা আনোয়ার ইশা (২৬) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) শিক্ষার্থী।

রোববার (২৯ জুন) বিকেল তিনটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইশার বাড়ি মাদারীপুর জেলার সদর থানার রুপিদা গ্রামে। তিনি ওই এলাকার মৃত আনোয়ার হোসেনের মেয়ে। বর্তমানে তিনি মা-ভাই ও ভাবির সঙ্গে নিউমার্কেটে সিটি কমপ্লেক্সের ফ্লাট বাসায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম। তিনি বলেন, আমরা খবর পেয়ে দুপুর ১টার দিকে রাজধানীর নিউমার্কেট থানাধীন সিটি কমপ্লেক্সের ১২ তলায় যাই। সেখানে তাকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখি। পরে বিকেল তিনটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে পরিবারের কাছে জানতে পেরেছি তার বাবা মারা যাওয়ার পর থেকে তিনি ডিপ্রেশনে ভুগছিলেন। তিনি বিইউএফটিতে লেখাপড়া করতেন পাশাপাশি অনলাইনে একটি ব্যবসা করতেন। 

নিহতের দুলাভাই নূর মোহাম্মদ বলেন, আমি গাজীপুরে থাকি খবর পেয়ে বাসায় এসেছি। এরপর পুলিশের সঙ্গে ঢাকা মেডিকেলে আসি। আমার শালিকে বিজিএমইএ ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে লেখাপড়া করত। তার প্রেম বা অন্য কোনও ঘটনা থাকতে পারে। সেটি একেবারেই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এছাড়া হাসপাতলে তার এক বন্ধুর অসংলগ্ন কথাবার্তায় তার মৃত্যু রহস্যজনক বলে মনে হয়েছে। তার ওই বন্ধু নিউমার্কেটে ব্যবসা করেন।

এসএএ/এমএসএ