ঢাকার প্রাভা হেলথের বিরুদ্ধে করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার।

সোমবার (৩০ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- ঢাকার বনানীর প্রাভা হেলথ ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. সিমিন এম. আক্তার, রিপোর্ট প্রস্তুতকারী ডা. জাহিদ হোসেইন ও জুনিয়র সায়েন্টফিক অফিসার রজোয়ান আল রিমন।

আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

এজাহারে বলা হয়, অ্যাডভেকেট আব্দুস সাত্তার হৃদরোগে আক্রান্ত। হার্টে রিং পরানোর জন্য চিকিৎসকের পরামর্শে ২০২১ সালের ২০ মার্চ বিকেল চারটার সময় ঢাকার প্রাভা হেলথের মিরপুর কালেকশন সেন্টারে করোনা পরীক্ষার জন্য সেম্পল দেন তিনি। কিন্তু রিপোর্টে সেম্পল গ্রহণের সময় দেখানো হয় ৯টা ৩১মিনিট। রিপোর্টে করোনা পজিটিভ বলে শনাক্ত করা হয়। রিপোর্টে সেম্পল গ্রহণের সময় ৯টা ৩১ মিনিট উল্লেখ করায় রিপোর্টে সন্দিহান হয়ে পড়েন। পরে অন্যান্য ডাক্তারের সঙ্গে পরামর্শ করলে, তারা ভিন্ন প্রতিষ্ঠান থেকে পুনরায় কোভিড টেস্ট করার পরামর্শ দেন।

এজাহারে আরও বলা হয়, পর দিন ২১ মার্চ ঢাকার এ এম জেড হসপিটালে গিয়ে কোভিড টেস্ট করান। ওই রিপোর্টে করোনা নেগেটিভ বলে শনাক্ত হয়। পরে ২০২১ সালের ৭ এপ্রিল এ বিষয়ে লিগ্যাল নোটিশ পাঠালেও আসামিরা সদুত্তর দেননি।

আরএমএন/এমএসএ