পবিস কর্মীদের চাকরিবিধি পরিপন্থি কাজ থেকে বিরত থাকার নির্দেশ
চাকরিবিধি পরিপন্থি যেকোনো কাজ থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের বিরত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
মঙ্গলবার (১ জুলাই) এক বার্তায় এ তথ্য জানায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
বিজ্ঞাপন
আদেশে বলা হয়, পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ের কিছু কর্মকর্তা/কর্মচারী তাদের বিভিন্ন দাবি-দাওয়াসহ অগ্রহণযোগ্য বিভিন্ন ইস্যুতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কর্মস্থলে অনুপস্থিত থেকে অনাকাঙ্ক্ষিত সভা-সমাবেশ, অবস্থান ধর্মঘট ও বিবিধ কর্মসূচি পালনের মাধ্যমে দাপ্তরিক শৃঙ্খলা ভঙ্গ করে গ্রাহক সেবা বিঘ্নিত করছেন। এ ছাড়া কতিপয় কর্মকর্তা/কর্মচারী বাপবিবোর্ড ও বাপবিবোর্ডের কর্মকর্তা/কর্মচারীদের নামে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করছেন এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন-২০১৩ এর পরিপন্থি ও অনিবন্ধিত সংগঠনের নামে অসত্য, বানোয়াট বিবৃতি প্রকাশ করছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত করার কাজে লিপ্ত এ সব কর্মকর্তা/কর্মচারীর এ ধরনের দাপ্তরিক শৃঙ্খলা পরিপন্থি বিভিন্ন কর্মকাণ্ড বাপবিবোর্ডের নজরে এসেছে।
উল্লেখ্য, পল্লী বিদ্যুৎ সমিতি কর্মচারী চাকরিবিধি, ১৯৯২ (সংশোধিত-২০১২) এর মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা/কর্মচারীদের চাকরি নিয়ন্ত্রিত হয়ে থাকে। সমিতির কোনো কর্মকর্তা/কর্মচারী চাকরির শর্ত ভঙ্গ করলে তার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিধান আছে। ফলে চাকরিবিধির পরিপন্থি যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা/কর্মচারীদেরকে নির্দেশনা প্রদান করা হলো।
ওএফএ/এসএসএইচ