শিক্ষা ভবনের ফুটপাতে পড়ে ছিল নারীর মরদেহ
রাজধানীর শাহবাগে শিক্ষা ভবনের সামনের ফুটপাতে মেট্রোরেল পিলারের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত নারীর বয়স আনুমানিক ৪২ বছর।
বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) লাভলু আহমেদ জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করি। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে ওই নারীর পরিচয় জানা যায়নি। বর্তমানে প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
এসএএ/এমএসএ