চট্টগ্রামের পটিয়া থানার সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটার ঘটনায় নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি বলছে, শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে পুলিশ সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে।

বুধবার (২ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহীন আয়েশা বলেন, মঙ্গলবার (১ জুলাই) বরিশাল থেকে আগত এক মামলার আসামি এবং ছাত্রলীগ নেতাকে জনতার সহায়তায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তারে অপারগতা জানায়। পরে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে ছয়জন আহত হন, যাদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহীন আয়েশা বিবৃতিতে বলেন, এটি ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক পক্ষপাতের স্পষ্ট উদাহরণ। নাগরিকের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার হরণ করা গণতন্ত্রবিরোধী কাজ। আমরা দায়িত্বশীলভাবে আন্দোলন চালিয়ে যাব। প্রশাসনিক অন্যায়ের বিরুদ্ধে রাস্তায়ও থাকব।

বিবৃতিতে সংগঠনটি চারটি দাবি জানিয়েছে। এগুলো হলো- পটিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তার কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করতে হবে। আন্দোলনকারীদের ওপর হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং প্রশাসনিকভাবে এই হামলার দায় সরকারকে নিতে হবে। ভবিষ্যতে পুলিশি আচরণবিধি নিশ্চিত করতে হবে এবং থানাগুলোতে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

এমআর/এমজে