চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী-কেয়গড়-সিংহরা সংযোগ সড়কটি বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে। সড়কের দুটি অংশ পুরোপুরি ভেঙে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কয়েকদিন ধরে তিন গ্রামের হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার পরও বছরের পর বছর সংস্কারের অভাবে এটি বারবার ভেঙে যাচ্ছে। এর ফলে স্থানীয়দের জীবনযাত্রায় অসহনীয় সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ না নিলে একদিকে যেমন জনদুর্ভোগ বাড়বে, অন্যদিকে সরকারি অর্থের অপচয়ও হতে পারে।

কেয়াগড় গ্রামের বাসিন্দা সুকুমার ও সিংহরা গ্রামের বাসিন্দা মহিউদ্দিন জনান, এ সড়কটি দিয়েই গ্রামের কয়েক হাজার মানুষ চাকরি, বাজার, শিক্ষা, চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের যাতায়াত করে থাকে। দুদিন ধরে সড়ক বিচ্ছন্ন থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত মেরামত কর না হলে সড়ক ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় চাতরী ইউপি সদস্য হাছান তারেক জানায়, বৃষ্টি ও জোয়ারের পানিতে সড়কের দুটি অংশ ভেঙে যাওয়ায় তিনটি গ্রামের মানুষের ভোগান্তির বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে রাস্তার ভাঙন আরও বাড়বে।

বিষয়টি নিয়ে আনোয়ারা সিটিজেন ফোরামের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক তৌহিদুল আলম জানান, চাতরী- কেয়গড়-সিংহরা সংযোগ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সড়কটির উভয় পাশে রয়েছে বিপুল পরিমাণ ফসলি জমি রাস্তার বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে তিনটি গ্রামে কয়েক হাজার বাসিন্দা কষ্ট পাচ্ছেন। প্রতি বছর সড়কটির উন্নয়ন কাজ করা হয় আবার বর্ষায় ভেঙে যায়। ফলে সরকারি অর্থের অপচয় হয় মানুষের দুর্ভোগও লাগব হয় না। সড়কটির টেকসই উন্নয়নের জন্য যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে এলজিইডি চট্টগ্রামের নির্বাহী কর্মকর্তা মো. হাছান আলী বলেন, এবারের বৃষ্টি ও জোয়ারের পানিতে আনোয়ারায় রাস্তাঘাটের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে নিয়েছি।

এমআর/এমএন