গন্তব্যের দিকে এমিরেটসের একটি প্লেন/ ছবি: সংগৃহীত

এমিরেটস এয়ারলাইন্সের বোর্ডিং পাস দেখিয়ে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ৪৫০টিরও বেশি রেস্তোরাঁ ও খুচরা বিপণন কেন্দ্রে বিশেষ সুবিধা ও মূল্যছাড় পাবেন যাত্রীরা।

এমিরেটসের যাত্রীদের বোর্ডিং পাসটি ‘মাই এমিরেটস পাস’ হিসেবে গণ্য হবে। সেটি প্রদর্শন করেই যাত্রীরা বিভিন্ন ছাড় পাবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমিরেটস বাংলাদেশ জানায়, ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এমিরেটসে ভ্রমণকারী যাত্রীদের জন্য এই সুবিধা চালু থাকবে। এমিরেটস বোর্ডিং পাস ও একটি বৈধ পরিচয়পত্র দেখিয়েই নির্ধারিত স্থানে সুবিধাগুলো পাওয়া যাবে।

এ ক্যাম্পেইনের আওতায় ৪৫০টির বেশি রেস্তোরাঁ, বিভিন্ন আন্তর্জাতিক মানের হোটেলে অবস্থিত ৩৫টির বেশি স্পা-তে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় অফার করা হচ্ছে। ‘মাই এমিরেটস পাস’ ব্যবহার করে আটলান্টিস একুয়াভেনচার, এট দ্য টপ বুর্জ খলিফাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতেও বিশেষ সুবিধা পাবেন এমিরেটসের যাত্রীরা।

এমিরেটস আরও জানায়, ব্যবসা ও পর্যটনের জন্য দুবাই বর্তমানে উন্মুক্ত। এমিরেটসের যাত্রীরা ইচ্ছে করলে ঢাকায় অবস্থিত এয়ারলাইন্স অফিসের সেলস কাউন্টার থেকে দুবাই ভিসা পেতে পারেন। এমিরেটস বর্তমানে ঢাকায় প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে।

এআর/এফআর