জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ ও শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

সোমবার (৭ জুলাই) এক বিবৃতিতে জানানো হয়, ঘটনাবহুল জুলাইয়ের একেকটা দিন লড়াইয়ের অনন্য দলিল। এই গণঅভ্যুত্থান এক দুর্দমনীয় শক্তির অভাবনীয় প্রকাশ। অভূতপূর্ব এই গণ-অভ্যুত্থানের মাধ্যমেই কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসকের পতন হয়েছে, যার মূল কারিগর এ দেশের ছাত্র-শ্রমিক-নারী-জনতা। সেই সংগ্রামের আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখতে মাসব্যাপী নানাবিধ কর্মসূচি পালন করবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

কর্মসূচির মধ্যে রয়েছে

১. ১৫ জুলাই: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কলেজে, জেলায় সমাবেশ ও মিছিল।

২. ১৬ জুলাই: সব শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন ও প্রদীপ প্রজ্জ্বলন।

৩. ১৮ জুলাই: শাহবাগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ।

৪. ২৬ জুলাই: সারাদেশে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার, সারাদেশে মব সন্ত্রাস, নারী নির্যাতন, সাম্প্রদায়িক সহিংসতা রোধে সভা-সমাবেশ-মিছিল।

৫. ৩০ জুলাই: 'জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি: ছাত্র জনতার আকাঙ্ক্ষার পথে হাঁটছে কি বাংলাদেশ?' শীর্ষক সেমিনার।

৬. মাসব্যাপী: সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী, ডকুমেন্টারি প্রদর্শনী।

৭. মাসব্যাপী: শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ কর্মসূচি পালন।

৮. জুলাইয়ের গান, কবিতা, প্রবন্ধ, শর্ট ফিল্ম এই চার ক্যাটাগরিতে সারা দেশে প্রতিযোগিতার আয়োজন এবং সংগৃহীত-নির্বাচিত গান, কবিতা, প্রবন্ধ নিয়ে জুলাই অভ্যুত্থান স্মারক গ্রন্থ প্রকাশ এবং শর্ট ফিল্ম প্রদর্শনী।

ওএফএ/এমএইচএন/এমজে