চট্টগ্রামে ৩৪০ ঘর হস্তান্তর করল নৌবাহিনী
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ৬৮টি ব্যারাক হাউজের ৩৪০টি ঘর হস্তান্তর করেছে নৌবাহিনী। সোমবার (৭ জুলাই) স্থানীয় প্রশাসনের নিকট আনুষ্ঠানিকভাবে ঘরগুলো হস্তান্তর করা হয়।
নৌবাহিনী জানায়, সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ব্যারাক হাউজগুলো নির্মাণ করে নৌবাহিনী। প্রতিটি ব্যারাকে রয়েছে পৃথক রান্নাঘর এবং বাথরুমের সুবিধা। নৌবাহিনীর নবনির্মিত এসব ব্যারাক হাউসসমূহ নৌবাহিনী প্রধানের পক্ষ থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হস্তান্তর করেন।
বিজ্ঞাপন
এর আগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বাগেরহাট, ভোলা, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজার জেলায় সর্বমোট ২৩ টি প্রকল্পে মোট ৪৫৬০টি ব্যারাক হাউজ নির্মাণ শেষে স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করে নৌবাহিনী। এসব ব্যারাকে আশ্রয় পেয়েছে ৩৪ হাজার ১৬৫ টি গৃহহীন পরিবার।
এমআর/এমএ
বিজ্ঞাপন