ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।
বিজ্ঞাপন
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।
এদিকে, দুপুর ১২টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ১২টায় আদ্রতা ছিল ৯১ শতাংশ।
বিজ্ঞাপন
এছাড়া সোমবার (৭ জুলাই) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।
গত ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এমএইচএন/জেডএস