চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডের একটি কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটসহ নৌবাহিনীর একটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।

কর্ণফুলী ইপিজেডেট জ্যান্ট এক্সেসরিজ নামের একটি কারখানায় আগুনের সূত্রপাত হয়। শুক্রবার হওয়ায় কারখানাটি বন্ধ থাকায় শ্রমিক ছিল না বলে জানিয়েছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা)। তবে আগুনের ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর মোজাম্মেল বলেন, বেলা ২টা ৫৫ মিনিটের দিকে কর্ণফুলী ইপিজেড এলাকার জ্যান্ট এক্সেসরিজ নামে একটি ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পাই। ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশন থেকে মোট আটটি ইউনিটসহ নৌবাহিনীর একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকেল ৪টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

আরএমএন/এমএন