শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিল্প ও ব্যবসার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকর সেতুবন্ধন গড়তে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক প্রতিষ্ঠান লিড নেশন একাডেমি (এলএনএ)।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, শিল্প ও শিক্ষা খাতের মধ্যে ব্যবধান কমিয়ে দক্ষ মানবসম্পদ তৈরি করাই এলএনএর মূল লক্ষ্য।

অনুষ্ঠানে কর্পোরেট জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- চালডাল পিএলসির প্রধান পরিচালন কর্মকর্তা জিয়া আশরাফ। তিনি জানান, এলএনএর সঙ্গে যুক্ত হয়ে শিক্ষার্থীদের কাস্টমার এক্সপেরিয়েন্স বিষয়ে প্রশিক্ষণ দেবেন।

এছাড়া সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ইলমুল হক সজিব শিক্ষার্থীদের উদ্যোক্তা ভাবনা, স্টার্টআপ মডেল, পার্সোনাল ব্র্যান্ডিং ও ক্যারিয়ার গ্রোথ–বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন।

অ্যাক্সেনটেক পিএলসির সিনিয়র জেনারেল ম্যানেজার ইস্তিয়াক আহমেদ ভুঁইয়া জানান, তিনি ‘টেকনোলজি ইন বিজনেস’ বিষয়ে ক্লাস নেবেন। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ও কমিউনিকেশন প্রধান মুনাফ মুজিব চৌধুরী শিক্ষার্থীদের ডিজিটাল টুলস ব্যবহারে প্রশিক্ষণ দেবেন।

এছাড়া মধুমতি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনাওয়াজ চৌধুরী ‘অপারেশনস অ্যান্ড ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট’ কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকবেন বলে জানান।

অন্যদিকে, ই-কুরিয়ার লিমিটেডের সিইও বিপ্লব জি. রাহুল ‘প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিং’ বিষয়ে ক্লাস নেবেন। একে এস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিএমও এবং ব্র্যান্ডগিয়ার লিমিটেডের সিইও সৈয়দা উম্মে সালমা শিক্ষার্থীদের ব্র্যান্ডিং ও মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেবেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এলএনএ কেবল একটি কোর্স নয়, এটি একটি মানসম্পন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যার মাধ্যমে তৈরি হবে দক্ষ ও যোগ্য জনবল। এমন একটি মান তৈরি করা হবে, যাতে চাকরিদাতারা মনে করেন এলএনএ সার্টিফিকেটধারী মানেই দক্ষ প্রার্থী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলএনএর সহ-প্রতিষ্ঠাতা মীর হাসিব মাহমুদ। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কাইয়ুম রুমি, ইক্রামুল হক সতেজ ও জিন্নাত আরা ঋতু।

অনুষ্ঠানের এলএনএর মেন্টরদের সঙ্গে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

এমএইচএন/এমএন