রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় পাথর দিয়ে নৃশংসভাবে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

শুক্রবার (১১ জুলাই) রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাব জানায়, মিডফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী সোহগকে পাথরের আঘাতে হত্যা মামলার ২ আসামিকে ঢাকার কেরানীগঞ্জ ইবনে সিনা হাসপাতাল এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১০।

এর আগে এ ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।

এমএসি/এমএ