চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) জেলা সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বিগত মাসের সার্বিক অপরাধ চিত্র পর্যালোচনা করা হয়। আলোচনাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় বিষয়াবলী, অবৈধ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাং প্রতিরোধ, অনিবন্ধিত হাসপাতালে অভিযান পরিচালনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাম্প্রতিক চ্যালেঞ্জগুলো, চোরাচালান দমন ইত্যাদি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা তুলে ধরেন। এসময় তিনি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের ওপর গুরুত্ব দেন। এছাড়াও মাদকদ্রব্য চোরাচালানের রুট হিসেবে চট্টগ্রাম যেন ব্যবহৃত না হতে পারে সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক ফরিদা খানম তার বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা আহ্বান করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অবৈধ মানহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন। জুলাই মাসে অনুষ্ঠাতব্য সরকারি প্রোগ্রামগুলোতে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এবং বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

এমআর/এসএসএইচ