রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশু আয়েশা (১) মারা গেছে। সোমবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। 

তিনি জানান, গত শুক্রবার ভোরের দিকে সূত্রাপুর এলাকা থেকে একই পরিবারের মা-বাবা এবং তাদের তিন সন্তানকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছিল। আজ রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যায় শিশু আয়েশা। তার শরীরে ৬৩ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে শিশুটির বাবা রিপন ৬০ শতাংশ, মা চাঁদনী ৪৫ শতাংশ, ভাই রোকন ৬০ শতাংশ ও তামিম ৪২ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

তিনি আরও জানান, দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় আহতদের সবাইকেই বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি দেওয়া হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

দগ্ধ রিপনের মামা জাকির হোসেন বলেন, আমার ভাগিনা পেশায় ভ্যানচালক। গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে পরিবারের সবাইকে নিয়ে তারা ঘুমিয়ে ছিল। হঠাৎ তাদের ঘরে বিস্ফোরণ হয়। আমরা ধারণা করছি, গ্যাস লিকেজ থেকে ঘটনাটি ঘটে থাকতে পারে। এ ঘটনায় রাতের দিকে শিশু আয়েশা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। চিকিৎসক জানিয়েছেন আমার ভাগিনার পরিবারের অন্যান্য সবার অবস্থাই আশঙ্কাজনক।

এসএএ/আরএআর