মোহাম্মদপুরে ছাদ থেকে পড়ে আহত স্কুল শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে ছাদ থেকে পড়ে আহত নুসরাত জাহান (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মোহাম্মদপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নুসরাত সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চরেরবন এলাকার ইলিয়াস মিয়ার মেয়ে। সে পরিবারের সঙ্গে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসায় থাকত। দুই বোনের মধ্যে নুসরাত ছিল বড়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জানা যায়, গত ৩ জুলাই রাত সাড়ে ১০টার দিকে বাসার দোতলার ছাদে রেলিংয়ে বসে ফোনে কথা বলছিল নুসরাত। তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। রেলিংয়ে বসে কথা বলা অবস্থায় দোতলা থেকে সে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল এবং পরে নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সোমবার রাত দেড়টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুসরাত।
নিহতের মা আমেনা বেগম বলেন, আমার মেয়ে মোহাম্মদপুর গার্লস স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। পরিবারে একটি ছোট অনুষ্ঠান চলছিল। আমরা ছাদে কথা বলছিলাম। হঠাৎ করে ও পা পিছলে নিচে পড়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে ওই স্কুল ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/এসএসএইচ