২০২৫ সালের সরকারি হজ প্যাকেজের আওতায় অব্যয়িত অর্থ হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এ অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি/বিইএফটিএন) মাধ্যমে সরাসরি হাজিদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে।

বুধবার (১৬ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের সরকারি হজ প্যাকেজের অব্যয়িত অর্থ ইএফটি/বিইএফটিএনের মাধ্যমে হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হচ্ছে। এ টাকা পেতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট বা ডেবিট কার্ড, নগদ বা বিকাশের কোনো তথ্য কাউকে দেবেন না।

এর আগে রোববার (১৩ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, এ বছর হজ প্যাকেজে বাড়ি ভাড়ার জন্য যে পরিমাণ টাকা ধার্য করা হয়েছিল তার চেয়ে কিছু কম রেটে বাড়ি ভাড়া পাওয়া গেছে। কোনো কোনো ক্ষেত্রে কম রেটে সার্ভিস চার্জও মিলেছে। এর ফলে প্যাকেজের কিছু টাকা উদ্বৃত্ত রয়েছে। এই উদ্বৃত্ত টাকা সরকারি মাধ্যমের প্রত্যেক হাজিকে ফেরত দেওয়া হবে।

উপদেষ্টা বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজ করা ৫ হাজার হাজির মধ্যে ৪ হাজার ৯৭৮ জন হাজিকে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে। একজন হাজি কমপক্ষে ৫ হাজার ৩১৫ টাকা ফেরত পাবেন। সর্বোচ্চ ফেরত পাবেন ৫৩ হাজার ৬২৪ টাকা।

এসএইচআর/এসএসএইচ