প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

জুলাই গণ-অভ্যুত্থানে মৃত্যু বেশি ছিল ঢাকার পাঁচ এলাকায়

জুলাই গণ–অভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানী ঢাকায়। এর মধ্যে যাত্রাবাড়ী, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর ও রামপুরা—শুধু এই পাঁচ এলাকাতে নিহত হয়েছেন অন্তত ৩২৪ জন।

প্রাণহানির এই চিত্রই বলে দিচ্ছে গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর পরিস্থিতি কতটা ভয়ংকর ছিল। প্রথম আলোর হিসাব অনুযায়ী, গত বছরের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাত্র ২১ দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় নিহত হয়েছেন কমপক্ষে ৪২৬ জন।

কালের কণ্ঠ

শুল্ক অনিশ্চয়তায় আতঙ্কে ১০ লাখ পোশাক শ্রমিক

যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক আরোপে (রেসিপ্রোকাল ট্যারিফ) দেশের পোশাক খাতের ব্যবসায়ীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। দেশটির সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে ইতিবাচক ফল না আসায় তাঁদের উদ্বেগ আরো বেড়েছে। তাঁরা মনে করছেন, সর্বশেষ ৩৫ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর হলে দেশের পোশাক খাত বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে। এ জন্য দেশের রপ্তানিকারকদের ৫০ শতাংশের বেশি শুল্ক দিয়ে মার্কিন বাজারে পণ্য রপ্তানি করতে হবে।

সমকাল

চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে প্রয়োজনে ডিটেনশন

বেপরোয়া চাঁদাবাজি রুখতে প্রচলিত আইনের পাশাপাশি প্রয়োজনে ডিটেনশন আইনে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে পুলিশ। চাঁদাবাজদের ভয়ে ভুক্তভোগীদের কেউ মামলা করতে ভয় পেলে, পুলিশ বাদী হয়ে মামলা করবে। হাতেনাতে চাঁদার টাকা, রসিদ, অন্য আলামতসহ কাউকে আটক করা হলে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হবে।  

গতকাল মঙ্গলবার পুলিশ সদরদপ্তরের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রথম আলো

দেশে ৫২ শতাংশ প্রাথমিক স্কুলে নেই প্রধান শিক্ষক

দেশে শিক্ষার ভিত্তি বলে বিবেচিত প্রাথমিকে শিক্ষকের সংকট বেড়েই চলছে। প্রধান শিক্ষকের ৬৫ হাজারের বেশি অনুমোদিত পদের মধ্যে ৩৪ হাজারের বেশি পদই শূন্য। অর্থাৎ প্রায় ৫২ শতাংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। একই সঙ্গে সাড়ে ২৪ হাজারের মতো সহকারী শিক্ষকের পদও ফাঁকা।

শিক্ষকের এই সংকটের প্রভাব পড়ছে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমেও। বিশেষ করে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা বেশি ক্ষতির মুখে পড়ছে।

সমকাল

জুনে এনবিআরের রাজস্ব আদায় কমেছে ১০ হাজার কোটি টাকা

লক্ষ্যমাত্রার চেয়ে গত ২০২৪-২৫ অর্থবছরে অনেক কম রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত অর্থবছরের শেষ মাস জুনে রাজস্ব আহরণ হয়েছে প্রায় ৪৩ হাজার ৯২ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ হাজার ৯৫৫ কোটি টাকা কম। গত ২০২৩-২৪ অর্থবছরের জুনে রাজস্ব আহরণ হয় প্রায় ৫৩ হাজার ৪৭ কোটি টাকা। এনবিআরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সাধারণত অর্থবছরের শেষ মাস জুনে অন্য যে কোনো মাসের তুলনায় বেশি রাজস্ব আদায় হয়। এ সময় মাঠ পর্যায়ে কর্মকর্তারা রাজস্ব আদায়ে বেশ ব্যস্ত থাকেন। কিন্তু এবার এনবিআর বিলুপ্তির প্রতিবাদ ঘিরে দেড় মাস ধরে যে আন্দোলন হয়েছে, তাতে আমদানি-রপ্তানিসহ অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা ব্যাহত হয়েছে। এর ফলে যথাসময়ে রাজস্ব আদায় করা সম্ভব হয়নি। ফলে গত বছরের জুনের চেয়ে এ বছরের জুনে রাজস্ব আদায় কম হয়েছে। 

আজকের পত্রিকা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বানাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা। এই বরাদ্দ কোনো দরপত্র আহ্বান না করে সরাসরি ক্রয়পদ্ধতিতে দেওয়া হয়েছে, যা পেয়েছে মেসার্স শুভ্রা টেডার্স ও দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

আগামী ৫ আগস্টের মধ্যে জাদুঘরের রূপান্তরের কার্যক্রম সমাপ্ত করতে যে ধরনের নির্মাণ বা সংস্কারকাজ করতে হবে, সেই কাজ হবে সরাসরি ক্রয়পদ্ধতিতে, অর্থাৎ দরপত্র ডাকা হবে না। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে।

কালের কণ্ঠ

চ্যালেঞ্জেও রপ্তানিতে আশা

বিশ্বজুড়ে মন্দা এবং দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মাঝেই সাফল্য দেখিয়ে চলেছে রপ্তানি খাত। এই সাফল্যে ভর করেই শক্তিশালী হচ্ছে রিজার্ভ, কাটছে ডলারসংকট। বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সর্বশেষ পরিসংখ্যানে রপ্তানির বিশ্ববাজারে বাংলাদেশের অগ্রগতির চিত্র উঠে এসেছে।

সংস্থার ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৪’ পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪ সালে বিশ্বজুড়ে বাংলাদেশ রপ্তানি করে ৪৭.২ বিলিয়ন বা চার হাজার ৭২০ কোটি ডলারের পণ্য।

বণিক বার্তা

অর্থনৈতিক আকর্ষণে বিশ্বের ১ হাজার শহরের মধ্যে ঢাকার স্থান ৪৮২

শেনজেন শহরকে বলা হয় চীনের সিলিকন ভ্যালি। এক সময়ের মৎস্য গ্রাম থেকে এটি আজ বিশ্বের অন্যতম দ্রুতবর্ধনশীল মেট্রোপলিটন শহর। এখানে পরিকল্পিত বিনিয়োগের জন্য রয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এছাড়া শহরটি বর্তমানে উচ্চপ্রযুক্তি, ইলেকট্রনিকস, টেলিযোগাযোগ ও আর্থিক প্রযুক্তি খাতের একটি কেন্দ্র। এ শহরের জিডিপি ৫০০ বিলিয়ন ডলারের বেশি, যা অনেক দেশের অর্থনীতির চেয়েও বড়।

কালের কণ্ঠ

কক্সবাজারে রোহিঙ্গা ত্রাস

মায়ানমারের আরাকান রাজ্য থেকে কক্সবাজারে রোহিঙ্গার স্রোত থেমে নেই। সর্বশেষ জাতিসংঘই বলেছে, গত ১৮ মাসে নতুন করে এসেছে দেড় লাখ রোহিঙ্গা। অব্যাহত রোহিঙ্গা অনুপ্রবেশে কক্সবাজারের স্থানীয়রা উদ্বিগ্ন। অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের স্থান সংকুলান করা যাচ্ছে না।

দেশ রূপান্তর

১৪৫৭ ঘটনার সত্যতা পেয়েছে পুলিশ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সংখ্যালঘু ঐক্য  মোর্চার ব্যানারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে দেশের বিভিন্ন স্থানে ২৭ জন নিহত হয়েছেন এবং গত ১১ মাসে মোট ২৪৪২টি সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এই বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়ে বাংলাদেশ পুলিশ বলেছে, কোনো হত্যাকাণ্ড ও সহিংসতা সাম্প্রদায়িক সহিংসতা/সাম্প্রদায়িকতার কারণে সংঘটিত হয়নি। পুলিশের তদন্তে এ তথ্য পাওয়া গেছে।

যুগান্তর

দুহাতে ছড়ায় বিপ্লবের স্ফুলিঙ্গ

বুক তার যেন খোলা আসমান, চিত্ত ভয়শূন্য। খোলা তলোয়ারের মতো ছড়িয়ে দেওয়া দুহাত হয়ে উঠে মুক্তির প্রতীক। জুলাই আন্দোলনে নতুন স্ফুলিঙ্গ আবু সাঈদের সেই হাত, যা দাবানল হয়ে ছড়িয়ে পড়ে সারা দেশে। সাঈদ জানতই যে কোনো সময় বুলেট এসে তাকে এফোঁড়-ওফোঁড় করে দিতে পারে। তবুও নিষ্পেষণ আর অন্যায়ের জাঁতাকল থেকে জাতিকে মুক্ত করতে বুক চেতিয়ে দুহাত তুলে দাঁড়িয়েছিলেন রাজপথে। না বুঝে নয়, জনেশুনেই সব ধরনের ঝুঁকি নিয়েই প্রতিবাদ করেন তিনি। আওয়ামী সরকারের দোসররা সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলন নস্যাৎ করতে অবশেষে তাকে লক্ষ্য করেই গুলি চালায় ২০২৪ সালের ১৬ জুলাই। গায়ে গুলি লাগার পর প্রথমে স্থবির, এরপরই লুটিয়ে পড়েন পিচঢালা পথে। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ। আবু সাঈদ হত্যার প্রথম বার্ষিকী আজ ১৬ জুলাই। দিনটি ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষ্যে দেশের সরকারি আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি বেসরকারি ভবন, বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। শহীদদের মাগফিরাতের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয়প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের স্মরণে রংপুরসহ সারা দেশে নানা কর্মসূচি পালন করছে। 

টিবিএস

কাঠামোগত ত্রুটির কারণে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশের ব্যাংকিং খাত চাপে থাকবে: এসঅ্যান্ডপি গ্লোবাল

বাংলাদেশের ব্যাংকিং খাত ২০২৬ সাল পর্যন্ত চাপে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক রেটিং সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস। সংস্থাটি বলছে, খাতটির কাঠামোগত ত্রুটি, সম্পদের মানের অবনতি ও দুর্বল লাভজনকতার কারণে এই চাপ অব্যাহত থাকবে।

এসঅ্যান্ডপির ২০২৫ সালের মধ্যবর্তী পূর্বাভাসে বলা হয়েছে, ব্যাংকিং খাতে দীর্ঘদিনের সমস্যাগুলোর মধ্যে রয়েছে উচ্চ ঋণ ঝুঁকি, খণ্ডিত ব্যাংকিং কার্যক্রম এবং রাষ্ট্রায়ত্ত ও কিছু ইসলামি ব্যাংক পরিচালনায় নির্বাহী ব্যর্থতা।