অনলাইনের মাধ্যমে বিদ্যুৎ বিল দেবেন যেভাবে
একটা সময় বিদ্যুৎ বিল প্রদানে ব্যাংকে লাইনে দাঁড়ানোটা ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর বিল জমা দেওয়ার সুযোগ আসত। তবে বর্তমানে প্রযুক্তির কল্যাণে এ চিত্র পুরোটাই বদলে গেছে, একইসঙ্গে কমে গেছে ভোগান্তিও। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এখন ঘরে বসেই দেওয়া যাচ্ছে বিদ্যুৎ বিল।
অনলাইনে বিদ্যুৎ বিল প্রদানে বর্তমানে সবচেয়ে বড় সহায়ক হলো মোবাইল ব্যাংকিং। বিকাশ, নগদ, রকেট- অ্যাপের মাধ্যমে কোনো ভোগান্তি ছাড়াই দেশের যে কোনো স্থান থেকে বিল পরিশোধ করা যায়। পাশাপাশি ব্যাংকভিত্তিক অ্যাপের মাধ্যমেও বিল পরিশোধ করা যায়।
বিজ্ঞাপন
মোবাইল ব্যাংকিংয়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হলো বিকাশ। এর মাধ্যমে পল্লী বিদ্যুৎ, বিপিডিবি, ডেসকো, ডিপিডিসি, নেসকো ও ওয়েস্ট জোনের প্রিপেইড এবং পোস্টপেইড বিল পরিশোধ করা যায়। বিল পরিশোধ শেষে বিলের রশিদ সরাসরি মোবাইলে চলে আসে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিকাশে বিদ্যুৎ বিল প্রদানের ধাপগুলো হলো-
১। হোমে প্রবেশ করে পে বিল অপশন ক্লিক করতে হবে।
২। পে বিল অপশনে ক্যাটাগরি থেকে বিদ্যুৎ এ ট্যাপ করতে হবে।
৩। বিদ্যুৎ অপশনে ট্যাপ করার পর সংশ্লিষ্ট সকল বিদ্যুৎ পরিষেবা প্রতিষ্ঠানের নাম আসবে।
৪। যে প্রতিষ্ঠানের আওতায় বিল পরিশোধ করতে চান (প্রিপেইড/পোস্টপেইড), সেটি সিলেক্ট করতে হবে।
৫। পোস্টপেইড বিলের ক্ষেত্রে বিলের সময়সীমা লিস্ট থেকে যে মাসের বিদ্যুৎ বিল দিতে চান, সে মাস নির্বাচন করে কাস্টমার নাম্বার দিতে হবে। প্রিপেইডের ক্ষেত্রে প্রতিষ্ঠানের সরবরাহকৃত অ্যাকাউন্ট নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে।
৬। পোস্টপেইড বিলে সময়সীমা নির্বাচনের পর নির্দিষ্ট মাসের জন্য ধার্যকৃত বিদ্যুৎ বিল দেখাবে। পরের ধাপে গিয়ে ফাঁকা ঘরে বিদ্যুৎ বিলের পরিমাণ বসিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর প্রবেশ করাতে হবে। এরপর কনফার্ম বাটন চাপলে পরিশোধ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। একই প্রক্রিয়ায় প্রিপেইড বিলে যে পরিমাণ টাকা রিচার্জ করতে চান, সেটি ফাঁকা ঘরে বসিয়ে পিন নম্বর প্রবেশসহ কনফার্ম বাটন চাপলেই কাজ সম্পন্ন হবে।
৭। বিল জমার সঙ্গে সঙ্গে তার রশিদ ফোনে চলে আসবে, যা সেভ করে রাখা যাবে।
প্রিপেইড বিল পরিশোধের পর একটি টোকেন নম্বর আসবে, যা মিটারে প্রবেশ করালেই সম্পন্ন হবে বিদ্যুৎ বিল পরিশোধ।
বিকাশের পাশাপাশি অন্যান্য মোবাইল ব্যাংকিং যেমন নগদ, রকেটের মাধ্যমেও বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়। ব্যাংকিং অ্যাপগুলোর মধ্যে রয়েছে- ডিবিবিএল নেক্সাস, মাইক্যাশ (মার্কেন্টাইল ব্যাংক), ইউক্যাশ (ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক), শিওর ক্যাশ (রূপালী ব্যাংক)।
অন্যদিকে, ব্যাংকিং অ্যাপের ক্ষেত্রে বহুল ব্যবহৃত হলো ডিবিবিএল নেক্সাস অ্যাপ, যার মাধ্যমেও সহজে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়।
নেক্সাস অ্যাপে বিল দেওয়ার নিয়ম হলো-
১। হোমে প্রবেশের পর বাম পাশের উপরের দিকে অপশনে ক্লিক করতে হবে।
২। এরপর পে বিল অপশনে প্রবেশ করতে হবে।
৩। পে বিল-এ প্রবেশের পর কার্ড অপশন আসবে। যে কার্ড দিয়ে বিল পরিশোধ করতে চান, তা নির্বাচন করতে হবে।
৪। কার্ড নির্বাচন করার পর আদার বিলার অপশনে ক্লিক করতে হবে।
৫। এই অপশনে ক্লিক করার পর সংশ্লিষ্ট বিদ্যুৎ প্রতিষ্ঠানের নাম আসবে। সেখান থেকে যে প্রতিষ্ঠানে বিল দিতে চান, তা ক্লিক করতে হবে।
৬। পোস্টপেইড বিলের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম নির্বাচন করার পর এসএমএস অ্যাকাউন্ট নম্বর, বিলের মাস (সংখ্যায়) ও বছর দিতে হবে। এরপর ভ্যালিডিটি অপশন ক্লিক করলে বিলের পরিমাণ দেখাবে। প্রিপেইডের ক্ষেত্রে অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পর ফাঁকা ঘরে বিল রিচার্জের সংখ্যা বসাতে হবে। উল্লেখ্য, ‘এসএমএস অ্যাকাউন্ট নম্বর’ মূলত বিদ্যুৎ বিলে থাকা আপনার গ্রাহক নম্বর।
৭। বিলের পরিমাণে ক্লিক করার পর অথবা প্রিপেইডে রিচার্জের পরিমাণ বসানোর পর নেক্সাস অ্যাপের পিন নম্বর প্রবেশ করিয়ে ‘পে বিল’ অপশনে ক্লিক করতে হবে।
৮। ‘পে বিল’ অপশনে ক্লিক করার পর ফোনে একটি ওটিপি কোড আসবে। ফাঁকা ঘরে কোডটি বসিয়ে নিশ্চিত করলেই বিদ্যুৎ বিল পরিশোধ সম্পন্ন হবে।
ওএফএ/এমএসএ