রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় সাহারা বেগম নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৭৫ বছর।

বুধবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসা ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, ওই বৃদ্ধা কমলাপুর রেলস্টেশনের ২নং প্ল্যাটফর্মে থাকতেন। আজ সকালের দিকে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে আসা ওই বৃদ্ধার ছেলে বিকচান জানান, তাদের বাড়ি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানার মেদি পাথরকাটা গ্রামে। তার মা এক শিশুকে নিয়ে কমলাপুর স্টেশনেই থাকতেন। সেখানে তারা ভিক্ষাবৃত্তি করতেন।

এসএএ/এমজে