বসিলায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেল ৯ শতাধিক রোগী
রাজধানীর বসিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় ও দুস্থ ব্যক্তিদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বসিলা এলাকায় অসহায় ও দুস্থ ব্যক্তিদের জন্য চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। এ সময় সেনাবাহিনীর মেডিসিন, সার্জিক্যাল, চর্মরোগ ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম প্রায় ৯ শতাধিক রোগীকে দিনব্যাপী চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেন। রোগীদের মধ্যে অধিকাংশই ছিলেন শিশু, নারী ও বৃদ্ধ।
বিজ্ঞাপন
তিনি বলেন, অসহায় মানুষের সেবায় তাদের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত। জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কল্যাণমূলক কার্যক্রমে সেনাবাহিনীর সম্পৃক্ততা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএএ/এমএসএ