সারাদেশে মেয়াদোত্তীর্ণ ৪৯৫টি বাস, মিনিবাস, ট্রাক ও কাভার্ডভ্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

রোববার (২০ জুলাই) বিআরটিএয়ের এনফোর্সমেন্ট বিভাগ এ তথ্য জানিয়েছে।

এনফোর্সমেন্ট বিভাগ জানিয়েছে, সারাদেশে একযোগে ইকনোমিক লাইফ উত্তীর্ণ বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যান প্রভৃতি মোটরযানের বিরুদ্ধে বিআরটিএ ও জেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্ট কোর্টের মাধ্যমে ৪৯৫টি মামলায় ১১ লাখ ৬৪ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ২০টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়।

এমএইচএন/জেডএস