আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত ভারত মহাসাগরের বিখ্যাত দ্বীপপুঞ্জ সেশেলসের রাষ্ট্রপ‌তি ওয়েভেল রামকালাওয়ানের কা‌ছে প‌রিচয়পত্র পেশ ক‌রে‌ছেন বাংলাদেশ অনাবাসিক হাইকমিশনার জ‌কি আহাদ।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ জুলাই) সেশেলসের রাষ্ট্রপ‌তির কা‌ছে প‌রিচয়পত্র পেশ ক‌রে‌ন হাইকমিশনার জ‌কি আহাদ।

সেশেলসের রাষ্ট্রপতি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

হাইকমিশনার দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতাকে নতুন স্তরে উন্নীত করার জন্য তার সর্বোচ্চ প্রচেষ্টার কথা তু‌লে ধ‌রেন।

হাইকমিশনার রাষ্ট্রপতিকে বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে অবহিত করেন এবং বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, পাট, চামড়া এবং অন্যান্য শিল্প খাতে প্রশংসনীয় সাফল্য সম্পর্কে অবহিত করেন।

তিনি সেশেলস সরকারের শিল্প ও কৃষি খাতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্যও প্রশংসা করেন। উভয়েই আশা প্রকাশ করেন যে, আগামী দিনে উভয় সরকার তাদের দেশের পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন নতুন পথ খুঁজে বের করবে।

উভয়পক্ষ বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগ উন্নয়নের জন্য ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হন। 

হাইক‌মিশনার আহাদ বলেন, বাংলাদেশ তার সুনীল অর্থনীতি খাতের উন্নয়নে আগ্রহী। এ ক্ষে‌ত্রে সেশেলস বাংলা‌দেশ‌কে সম্ভাব্য সহ‌যো‌গিতা কর‌তে পা‌রে।

বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে সেশেলসের রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আমন্ত্রণ জানান হাইক‌মিশনার।

এনআই/এমএন