মন্ত্রণালয়গুলোর দায় নিশ্চিত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
যে ব্যক্তি ড্যাপ ও ডিএমডিপির অনুমোদিত ভূমি ব্যবহারের ব্যত্যয় ঘটিয়ে স্কুল পরিচালনা করছেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়, রাজউকসহ যেসব প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়গুলোর দায় আছে তাদের দায় নিশ্চিত করে ব্যবস্থা নিতে হবে। এমন ৭ প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।
শুক্রবার (২৫ জুলাই) বাংলামটরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের কনফারেন্স রুমে ‘মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা : জননিরাপত্তা এবং উন্নয়ন নিয়ন্ত্রণে রাষ্ট্রের দায় ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা তুলে ধরা হয়।
বিজ্ঞাপন
বিআইপির এই প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে- সরকারের উদ্যোগে দুর্ঘটনাকবলিত এলাকায় এবং ফ্লাইং অ্যাপ্রোচ জোনে ও ফানেলের এলাকার নির্ধারিত সীমানায় অধিক জনসমাগম হয় এমন কি কি স্থাপনা আছে এবং টেকনিক্যাল অ্যাসেসমেন্ট করে সেখানের কোন কোন ভবনের অনুমোদন নেই তা নির্ণয় করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ধরনের কাজে বিআইপি স্বেচ্ছায় অংশগ্রহণ করতে আগ্রহী।
পরবর্তী কর্মপরিকল্পনায় ঢাকা শহরে পরিকল্পনা সম্পর্কিত যে সকল ব্যত্যয় আছে তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে হবে এবং এর পরিপ্রেক্ষিতে কার্যক্রম গ্রহণ করতে হবে।
বিজ্ঞাপন
সর্বোপরি নিরাপদ ও কার্যকরী নগরায়নের জন্য সমন্বিত প্রচেষ্টা নেওয়া অত্যন্ত জরুরি।
মহাপরিকল্পনাসহ বিভিন্ন পরিকল্পনা প্রণয়নে ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বার্থ সংশ্লিষ্ট মহলের অবৈধ প্রভাব বন্ধ করা এবং বল প্রয়োগ কারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া।
দেশের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন এর স্বার্থে নগর ও উন্নয়ন সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহে পরিকল্পনাবিদদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা।
দেশের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন এবং মহাপরিকল্পনাসহ বিভিন্ন পরিকল্পনা ও আইনের বাস্তবায়নের বিরুদ্ধে সম্পৃক্ত ব্যবসায়ী, শিল্প কারখানার মালিক, রাজনীতিবিদ, আমলা, স্বার্থসংশ্লিষ্ট পেশাজীবী, উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থাসমুহের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিআইপির সহ-সভাপতি পরিকল্পনাবিদ শাহরিয়ার আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ তামজিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পরিকল্পনাবিদ ড. মোসলেহ উদ্দীন হাসান, বোর্ড সদস্য আবু নাঈম সোহাগ প্রমুখ।
এএসএস/এমএ