বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান বলেছেন, বিমানবন্দরের ফ্লাইং অ্যাপ্রোচ জোনে কোনো জনসমাবেশ ভিত্তিক প্রতিষ্ঠান থাকা উচিত নয়। শুধু স্কুল বা কলেজ নয়, হাসপাতাল, মসজিদ, ঈদগাহও এই তালিকায় পড়ে। এসব ধাপে ধাপে স্থানান্তর করতে হবে, না হলে ঝুঁকি থেকেই যাবে।

এসময় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার মতো ঘটনা এড়াতে ভবিষ্যতে সব ধরনের উন্নয়ন পরিকল্পনায় পরিকল্পনাবিদদের অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বিআইপির সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান।

শুক্রবার (২৫ জুলাই) বাংলামোটরে বিআইপির কনফারেন্স রুমে ‘মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা : জননিরাপত্তা এবং উন্নয়ন নিয়ন্ত্রণে রাষ্ট্রের দায় ও করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বিআইপির সাধারণ সম্পাদক বলেন, ১৯৯৫ সালে প্রণীত ডিটেইলড এরিয়া প্ল্যান অনুযায়ী, এই এলাকাগুলোকে জলাধার হিসেবে সংরক্ষণের সুপারিশ করা হয়েছিল। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা যায়, এখানে একসময় জলাধার ছিল। সময়ের ব্যবধানে তা পরিবর্তিত হয়ে বর্তমানে প্রতিষ্ঠানটি গড়ে ওঠে।

শেখ মুহম্মদ মেহেদী আহসান বলেন, এই ভবন নির্মাণে রাজউকের অনুমোদন ছাড়া সম্ভব নয়। পাশাপাশি সিভিল এভিয়েশনের অনাপত্তিপত্র ছাড়া রাজউক অনুমোদন দিতে পারে না। অথচ মাইলস্টোন স্কুল সরাসরি বিমানবন্দরের রানওয়ের টেক-অফ ও ল্যান্ডিং অ্যাপ্রোচ জোনে অবস্থিত। এটি সিভিল এভিয়েশন এবং রাজউকের মধ্যে সমন্বয়হীনতার স্পষ্ট উদাহরণ।

পরিকল্পনাবিদ মেহেদী আহসান বলেন, অনাপত্তিপত্র প্রদানের আগে অবশ্যই পরিকল্পনাগত বিশ্লেষণ প্রয়োজন। দুঃখজনকভাবে, এই বিশ্লেষণ প্রক্রিয়ায় পরিকল্পনাবিদরা অন্তর্ভুক্ত নন। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে পরিকল্পনা সংশ্লিষ্ট সব প্রক্রিয়ায় পরিকল্পনাবিদদের অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিআইপির সহ-সভাপতি পরিকল্পনাবিদ শাহরিয়ার আমিন বলেন, যে দুর্ঘটনা ঘটেছে, তার সঙ্গে সংশ্লিষ্ট সব অনিয়ম চিহ্নিত করে সমাধান করতে হবে। একইসঙ্গে প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পরিকল্পনাবিদসহ সব পেশাজীবীদের তা নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিআইপির সহ-সভাপতি পরিকল্পনাবিদ শাহরিয়ার আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ তামজিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পরিকল্পনাবিদ ড. মুঃ মোসলেহ উদ্দীন হাসান, বোর্ড সদস্য আবু নাঈম সোহাগ প্রমুখ।

এএসএস/এমএসএ