ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ও ফোস্টার গেটওয়ের সিইও রিপন ও ম্যানেজার তানভীরকে গ্রেপ্তার এবং প্রতিষ্ঠানের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন গ্রাহকরা।

রোববার (২৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, ২০২১ সালে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম তাদের প্রতিষ্ঠানের পরিচিতি লাভের জন্য মোটরসাইকেল, সাইকেল, এসি, টিভি ফ্রিজ, ওয়াশিং মেশিনসহ নানা পণ্যের ওপর ৭ ও ১৫ দিনের মূল্য ছাড়ের ঘোষণা দেন। এ সুযোগ লুফে নিতে দেশের বিভিন্ন অঞ্চলের শত শত গ্রাহক মূল্য ছাড়ের পণ্য পাওয়ার আশায় প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা দেন।কিন্তু আজ প্রায় পাঁচ বছর হলো তাদের পণ্য দেওয়া হয়নি। এমনকি বারবার বলা সত্ত্বেও টাকা ফেরতও দিচ্ছে না।

সজল নামের এক গ্রাহক বলেন, ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের সিইও রিপন  ও ফোস্টার গেটওয়ের সিইও তানভীর বিগত আওয়ামী লীগের দোসর। তারা নিরীহ মানুষকে কম মূল্যে পণ্য দেবে বলে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। অনেকে ঋণ নিয়ে, টাকা ধার-দেনা করে টাকা জমা দিয়েছে। এখন কয়েক বছর ঘুরিয়ে পণ্য দেবে তো দূরের কথা, টাকাও ফেরত দিচ্ছে না। তাই বাধ্য হয়ে আমরা মানববন্ধন করতে এসেছি।

আরেক গ্রাহক জুলহাস বলেন, সবাই কম দামে পণ্য কিনতে আগ্রহী। কিউকম যখন ডিসকাউন্টে পণ্য দেবে বলে ঘোষণা দেয় তখন আমরা তাদের অ্যাকাউন্টে টাকা জমা দেই। বলা হয়েছিল ৭ দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেবে, তা না হলে ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেবে। কিন্তু আজ ৫ বছর হলো পণ্য দিচ্ছে না, টাকাও দিচ্ছে না। এখন মনে হচ্ছে তারা নিরীহ জনগণের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আমরা এ প্রতিষ্ঠানের সিইও রিপন ও ম্যানেজার তানভীরের গ্রেপ্তার ও দ্রুত সব গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি।

ওএফএ/এআইএস