দেশের পৌরসভাগুলোতে ৯ পদের কর্মকর্তাদের তথ্য জানতে চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। 

রোববার (২৭ জুলাই) স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের সকল পৌরসভার প্রশাসককে চিঠি পাঠিয়ে এ তথ্য চাওয়া হয়েছে। 

৯ পদের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, এসব পদসগুলোর তথ্য ছকে সফট কপি নিকস্ ফন্টে ই-মেইলে এবং হার্ড কপি ডাকযোগে আগামী তিন কার্যদিবসের মধ্যে জরুরিভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। 

যাদের তথ্য চাওয়া হয়েছে- 

১. পৌর নির্বাহী কর্মকর্তা (ক শ্রেণি)
২. পৌর নির্বাহী কর্মকর্তা (খ শ্রেণি)
৩. পৌর নির্বাহী কর্মকর্তা (গ শ্রেণি)
8. সহকারী প্রকৌশলী (সিভিল)
৫. হিসাবরক্ষণ কর্মকর্তা
৬. সমাজ উন্নয়ন কর্মকর্তা
৭. উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
৮. উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
৯. উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) 

মোট পদ সংখ্যা, কর্মরত পদের সংখ্যা, নিয়োগ পদ্ধতি, শূন্য পদের সংখ্যার বিষয়ে ছকে তথ্য দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। 

এসএইচআর/এমএসএ