ফ্লাইজোনেই সহস্রাধিক উঁচু ভবন
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
কমলাপুর–বিমানবন্দর ও সাভার–ভাটারা পথে মেট্রোর ব্যয় দাঁড়াবে ২ লাখ কোটি টাকা, কী ভাবছে সরকার
ঢাকায় পরবর্তী দুটি মেট্রোরেল প্রকল্পের ব্যয় নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। এখন পর্যন্ত ঠিকাদারের কাছ থেকে যে দর প্রস্তাব পাওয়া গেছে, তাতে মোট নির্মাণব্যয় দাঁড়াতে পারে দুই লাখ কোটি টাকা, যা সরকারের প্রাক্কলনের দ্বিগুণের বেশি। সরকার ব্যয় ধরেছিল প্রায় ৯৪ হাজার কোটি টাকা।
বিজ্ঞাপন
ঠিকাদার এখন যে দর প্রস্তাব করছে, তাতে নতুন দুই মেট্রোরেল নির্মাণে কিলোমিটারপ্রতি নির্মাণ ব্যয় ৩ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে। ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার কোটি টাকা। এতে কিলোমিটারপ্রতি খরচ পড়েছে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা।
কালের কণ্ঠ
জুলাই সনদের খসড়া তৈরি, ১২ বিষয়ে ঐকমত্য
আরো দুটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। গতকাল রবিবার জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৯তম বৈঠকে এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন—এমন প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে তারা স্বাধীন পুলিশ কমিশন গঠনেও একমত হয়েছে বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘১০ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন না—এ প্রস্তাবে বিএনপির আপত্তি নেই।
সমকাল
আলুচাষিরা আলো দেখছেন না, সরকারের সাড়ার অপেক্ষা
‘ধান, গরু বিক্রি করে আলু চাষ করেছি। এখন বাজারে আলুর দাম নাই। সরকারের কাছে অনুরোধ, ওএমএস-টিসিবির মাধ্যমে আলু বিক্রি করে আমাদের বাঁচান। পারলে রপ্তানির ব্যবস্থাও করেন।’
এই আকুতি ঠাকুরগাঁও সদর উপজেলার পাইকপাড়া গ্রামের কৃষক আব্দুল হান্নানের। রাজধানীর পার্শ্ববর্তী মুন্সীগঞ্জ আর উত্তরের জেলা রংপুর, বগুড়া, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জের আলুচাষিদের আকুতি একই।
কালের কণ্ঠ
হেপাটাইটিসের কবলে ৮৫ লাখ রোগী
আজ ২৮ জুলাই, বিশ্ব হেপাটাইটিস দিবস। অন্য দেশের মতো বাংলাদেশেও এ দিবস পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য : ‘আসুন এটি ভেঙে ফেলি (লেটস ব্রেক ইট ডাউন)’।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের ভাষ্য, বাংলাদেশে অনুমিত হেপাটাইটিস আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৮৫ লাখ।
এর মধ্যে ৯০ শতাংশই জানে না তারা এই ভাইরাসে আক্রান্ত। অনেক ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি তখনই জানতে পারে, যখন রক্তদান করতে যায় বা কোনো জটিল অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হয়।
আরও পড়ুন
যুগান্তর
অগ্রগতি আগস্টেই দৃশ্যমান
আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ চূড়ান্ত করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্র ও সংবিধানের মৌলিক কাঠামোতে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মতের ভিত্তিতে এই সনদ হচ্ছে। ঘোষণা হতে যাচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রও’। একই মাসে জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশসহ গুরুত্বপূর্ণ প্রস্তুতি দৃশ্যমান করারও উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আগস্ট মাসেই জুলাই গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আনুষ্ঠানিক বিচার কার্যক্রম দৃশ্যমান হবে। এছাড়া আগস্টের শুরুতেই ভোটের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। শনিবার ১৪টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি নিয়ে কথা হয়। সব মিলিয়ে সংস্কার (জুলাই সনদ, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র) গণহত্যার বিচার ও নির্বাচন নিয়ে অগ্রগতি আগস্টেই দৃশ্যমান হবে বলে মনে করছেন ঐকমত্য কমিশন, ইসি ও সরকারসংশ্লিষ্টরা। নির্ভরযোগ্য একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
সমকাল
হারিয়ে গেছে ৬০% জলাধার তাপমাত্রা বেড়েছে ৫ ডিগ্রি
গত চার দশকে ঢাকা শহরের পরিবেশগত ভারসাম্য চরমভাবে বিঘ্নিত হয়েছে। ১৯৮০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকা বেড়েছে সাত গুণ। ভূমির তাপমাত্রা বেড়েছে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। হারিয়ে গেছে ঢাকার ৬০ শতাংশ জলাধার। অবশিষ্ট জলাধার রয়েছে মাত্র ৪ দশমিক ৮ শতাংশ এলাকায়। ২১ দশমিক ৬ শতাংশ ঢাকার সবুজ আচ্ছাদন কমতে কমতে নেমেছে মাত্র ১১ দশমিক ৬ শতাংশে।
রাজধানী ঢাকা নিয়ে এমন শঙ্কার তথ্য উঠে এসেছে চেঞ্জ ইনিশিয়েটিভ প্রকাশিত এক গবেষণায়। গতকাল রোববার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘প্রকৃতিবিহীন ঢাকা? প্রাকৃতিক অধিকারভিত্তিক টেকসই নগর ভাবনার পুনর্বিচার’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
যুগান্তর
পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার হয়নি
নারায়ণগঞ্জে পুলিশের খোয়া যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া বিগত ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগ ক্যাডারসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের হাতে থাকা অস্ত্রও উদ্ধার করা যায়নি। ফলে নারায়ণগঞ্জে রাজনৈতিক বিরোধসহ নানা অপরাধকাণ্ডে ব্যবহৃত হচ্ছে এসব অবৈধ অস্ত্র।
এলাকায় আধিপত্য বিস্তার, প্রতিপক্ষকে দমন, বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড দখল, জমি বেচাকেনা, আবাসন কোম্পানির জমি কিনে দেওয়া নিয়ে বিরোধ, গার্মেন্টের পরিত্যক্ত কাপড় (ঝুট) ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে এসব অবৈধ অস্ত্র ব্যবহার হচ্ছে হরহামেশা। বিভিন্ন পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতেও রয়েছে আগ্নেয়াস্ত্র। গত দুই মাসে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার হয়েছে মাত্র তিনটি।
প্রথম আলো
রাজশাহীতে ১২৩ ‘চাঁদাবাজের’ তালিকা নিয়ে তোলপাড়, আছেন বিএনপি–জামায়াতের ৫০ জন
রাজশাহী মহানগর বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের পরিচয়ধারী ১২৩ জন ‘চাঁদাবাজের’ নাম সংবলিত একটি তালিকা রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে গত কয়েক দিন থেকে তোলপাড় সৃষ্টি করেছে। এতে বিএনপি, ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মী, ক্যাডার, সমর্থক থেকে শুরু করে ৪৪ জনের নাম পরিচয় আছে। একইভাবে পতিত আওয়ামী লীগের ২৫ জন ও জামায়াতের ৬ জনের নাম আছে। বাকিগুলোর নাম ঠিকানা দেওয়া আছে কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় নেই। তাদের সুবিধাবাদী বলা হয়েছে।
এই তালিকার ১৮ জনের নাম সম্প্রতি একজন আবাসন ব্যবসায়ীর দায়ের করা চাঁদাবাজির মামলায় আছে। সেই মামলায় ছাত্রদল ও যুবদলের নেতাদের প্রধান আসামি করা হয়েছে। এই মামলার প্রতিবাদে তাঁরা সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
দেশ রূপান্তর
ফ্লাইজোনেই সহস্রাধিক উঁচু ভবন
দিনে দিনে ঝুঁকির মধ্যে পড়ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরের চারপাশে উঁচু ভবন তৈরি হচ্ছে। ভবনমালিকরা কোনো নিয়মনীতি তোয়াক্কা করছে না। বেসামরিক বিমান চলাচল
কর্তৃপক্ষের (বেবিচক) নিয়ম অনুযায়ী ৫০০ ফুটের ওপর ভবন তোলা নিষিদ্ধ থাকলেও তা কার্যকর হচ্ছে না। অথচ বিশ্বের বিভিন্ন দেশে বিমানবন্দরের আশপাশে উঁচু ভবন থাকছে না। ব্যতিক্রম শুধু বাংলাদেশেই। যেখানে সেখানে যত্রতত্রভাবে ভবন নির্মাণ করা হচ্ছে। প্রভাব খাটিয়ে তৃতীয়তলার স্থানে ছয়-সাততলা পর্যন্ত ভবন করে ফেলা হচ্ছে। এমনকি শাহজালালের ভেতরেই বেবিচক সদর দপ্তর ও মার্কেটটি উঁচু হওয়ায় ফ্লাইট ওঠা-নামায় সমস্যা হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার ভবনে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হলে উঁচু ভবনের বিষয়টি সামনে আসে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
প্রথম আলো
প্রথমে পুলিশ নিয়ে বাসায়, পরে হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা নেন বৈষম্যবিরোধী নেতারা
আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসা থেকে ১০ লাখ টাকা চাঁদা নেওয়ার আগে সেখানে পুলিশ নিয়ে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা। ওই নেতাদের মধ্যে সংগঠনটির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদও ছিলেন।
পলাতক আসামিরা আছেন—এমন তথ্য দিয়ে ১৭ জুলাই ওই বাসায় পুলিশ নিয়ে যান রিয়াদসহ কয়েকজন নেতা। তখন তাঁরা নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়েছিলেন। তবে সেদিন ওই বাসায় কোনো পলাতক আসামিকে না পাওয়ায় পুলিশ সদস্যরা ফিরে যান। তখন শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরকে মামলায় জড়ানো ও গ্রেপ্তারের হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা আদায় করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতারা। পুলিশ ও ভুক্তভোগী পরিবারের একাধিক সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
দেশ রূপান্তর
মাশুল আতঙ্কে ব্যবসায়ীরা
ব্যবসায়ীদের মধ্যে ট্যারিফ আতঙ্ক কাজ করছে। সেপ্টেম্বর থেকে বেসরকারি কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা) কনটেইনার হ্যান্ডলিংয়ের মাশুল বাড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কাছে চিঠিও পাঠিয়েছে তারা। ২০ থেকে ৩০ শতাংশ ট্যারিফ (চার্জ) বাড়াচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষ বাড়ালে শিপিং কোম্পানিগুলো জাহাজ ও কনটেইনারের ভাড়া বাড়াতে পারে। মোট কথা, ব্যবসায়ীরা এখন মাশুল আতঙ্কে ভুগছেন।
বিবিসি
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতিকার-ক্ষতিপূরণ হবে কীভাবে?
বাংলাদেশের রাজধানী ঢাকার একটি স্কুলে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত অন্তত ৩৪ জন নিহত হয়েছে। তাদের বেশিরভাগই স্কুলটির শিক্ষার্থী, যাদের বেশিরভাগের বয়সই ১৪ বছরের নিচে।
গত এক দশকে বাংলাদেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। এর কোনোটিতে পাইলট আহত বা নিহত হয়েছেন। কোনোটি বিধ্বস্ত হয়েছে জনবসতি থেকে দূরে।
তবে, এবার শুধু ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় নয়, যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে ক্লাস চলাকালে একটি স্কুল ভবনে। আর এতে নিহত ও আহত হয়েছে স্কুলটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।
বণিক বার্তা
বাংলাদেশে ভারতের রফতানি কমেছে ৬ শতাংশের বেশি
কলকাতার বিমানবন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল ভারত। আকস্মিকভাবে গত ৮ এপ্রিল তা বাতিল করা হয়। এর এক সপ্তাহ পর অর্থাৎ ১৫ এপ্রিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতাসহ আরো বেশকিছু পণ্য আমদানি বন্ধ ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভারতে এ বিধিনিষেধের প্রভাব পড়তে শুরু করেছে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের কুইক এস্টিমেট হিসাব অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে জুন—তিন মাসে বাংলাদেশে ভারতের পণ্য রফতানি কমেছে ৬ দশমিক ১৯ শতাংশ। শুধু জুনেই বাংলাদেশে ভারতের পণ্য রফতানি কমেছে ১১ দশমিক শূন্য ৬ শতাংশ।
বণিক বার্তা
কমেছে বৈদেশিক সহায়তা, ঋণ পরিশোধ বেড়েছে
প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও অর্থনৈতিক মন্দার কারণে দেশে সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি ও অর্থছাড়ের পরিমাণ আগের তুলনায় কমেছে। অন্যদিকে অতীতে নেয়া ঋণের কিস্তি পরিশোধের কারণে ক্রমেই বাড়ছে বৈদেশিক ঋণ শোধের পরিমাণ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। সরকারের ওপর চলতি অর্থবছরেও ঋণ পরিশোধের চাপ বজায় থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
টিবিএস
বিনিয়োগ ও ভোগব্যয় কমায় জুনে এলসি খোলার পরিমাণ ৫ বছরে সর্বনিম্ন
বেসরকারি বিনিয়োগ হ্রাস, মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির সমন্বয় না থাকা এবং সামগ্রিকভাবে দেশের ভোগব্যয় কমে যাওয়ায় ৫৮ মাসের মধ্যে সবচেয়ে কম আমদানি ঋণপত্র (এলসি) খোলা হয়েছে জুন মাসে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য থেকে এ চিত্র উঠে এসেছে।
আমদানি কমে যাওয়ার জেরে আমদানি এলসি নিষ্পত্তিও প্রায় সাড়ে চার বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।
ব্যাংকার ও অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, জুনে কোভিড মহামারির সময়ের চেয়েও কম এলসি খোলা হয়েছে। এটি আমদানিনির্ভর যেকোনো দেশের জন্য বিপৎসংকেত।
বাংলাদেশ প্রতিদিন
দুর্নীতির টাকায় বিদেশে সম্পদের পাহাড়
বাংলাদেশে মৎস্য ব্যবসায়ী হলেও বিশ্বের বিভিন্ন দেশে তাপস একজন ধনাঢ্য ব্যক্তি হিসেবেই পরিচিত। বিশ্বের অন্তত চারটি দেশে তার বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে। নিজের সন্তানদের উচ্চশিক্ষা দিচ্ছেন লন্ডনে। সিঙ্গাপুরে তার বাড়ি আছে। যুক্তরাজ্য, দুবাই, মার্কিন যুক্তরাষ্ট্রেও রয়েছে তার বাড়ি। দুবাইতে করেছেন শপিং মল, সিঙ্গাপুর এবং লন্ডনে দুটো লিগ্যাল কনসাল্টিং ফার্মের মালিক তাপস। নিজের স্ত্রী এবং পুত্রের নামে তিনি এই বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। আর এসব সম্পত্তি করেছেন লুটের টাকায়। দেশে সম্পত্তির দিকে মনোযোগী না না হয়ে তাপস সব সময় বিদেশেই সম্পদের পাহাড় গড়েছেন।