নির্বাচনের ঝুঁকিপূর্ণ জায়গা নির্ণয় করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা
আসন্ন নির্বাচনে যেসব জায়গা ঝুঁকিপূর্ণ তা দ্রুত নির্ণয় করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
সোমবার (২৮ জুলাই) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
বিজ্ঞাপন
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচনের সময়ে যেসব জায়গায় সমস্যা হতে পারে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, সেসব জায়গা দ্রুত নির্ণয় করতে বলা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বাড়তি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেসব বিষয় জানানোর জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, বিভিন্ন জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিচুয়েশন রিপোর্ট যেন কেন্দ্রীয়ভাবে পাঠানো হয় এবং সরকারের ঊর্ধ্বতন দায়িত্বশীলরা যেন বুঝতে পারেন ডাউন লেভেলের সিচুয়েশনটা কি এবং সেই অনুযায়ী যেন পদক্ষেপ নিতে পারেন। সেজন্য সিচুয়েশন রিপোর্ট কেন্দ্রে পাঠানোর জন্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
উপ-প্রেস সচিব বলেন, আজকের বৈঠকে প্রশাসনের রদবদল নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন নির্বাচনের আগে প্রশাসনে একটা রদবদল হয়। সেই রদবদল কীভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে।
এমএইচএন/এমএ