উদ্ভাবনের মাধ্যমে সমাজে পরিবর্তন আনুন : চসিক মেয়র
চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ক্যাম্পাসে গণিত ও বিজ্ঞান গ্রীষ্মকালীন স্কুলের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটি এবং শেভরন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১০২ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। আমি প্রত্যাশা করি, তোমরা অনেকেই এমন উদ্যোক্তা হবে যারা শুধু অফিস কক্ষ বা গবেষণাগারে নয়, বরং সমাজের ভেতরে গভীর পরিবর্তন আনবে।
তিনি শিক্ষার্থীদের প্রতি তিনটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরে বলেন, প্রথমত তোমরা যেন চট্টগ্রামের জলাবদ্ধতা, অপরিকল্পিত নগরায়ন ও বর্জ্য ব্যবস্থাপনার মতো স্থানীয় সমস্যা উদ্ভাবনী পদ্ধতিতে সমাধানের পথে এগিয়ে যাও।
বিজ্ঞাপন
দ্বিতীয়ত, এমন নতুন উদ্যোগ ও ব্যবসা তৈরি করো যা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, বিশেষ করে নারীদের এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য। তৃতীয়ত, টেকসই উন্নয়ন, জনস্বাস্থ্য এবং নাগরিক দায়িত্ববোধের বিষয়ে সচেতনতা গড়ে তোলো, যাতে তোমাদের উদ্যোগ শুধু ব্যবসায়িকভাবে লাভবান না হয়ে সমাজকেও উপকৃত করে।
এমআর/এসএম