চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৭
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট ৬৪২ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ৭৪১টি নমুনা পরীক্ষায় ৬৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮০৭ জনে।
বিজ্ঞাপন
রোববার (১৩ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ৬টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ৭৪১ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৪৯ জন এবং বিভিন্ন উপজেলার ১৮ জন রয়েছেন।
বিজ্ঞাপন
মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৩ হাজার ৩৯৪ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১১ হাজার ৪১৩ জন রয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই জনই নগরীর বাইরের বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া মোট ৬৪২ জনের মধ্যে ৪৫৩ জন নগরের। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।
কেএম/জেডএস