বনানীতে প্রাইভেটকারে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ১
রাজধানীর বনানী এলাকায় প্রাইভেটকারে পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল জলিল মোল্লা (৪০) নামের এক পিকআপ ভ্যান চালক নিহত হয়েছে।
শনিবার (১২ জুন) দিবাগত রাত সোয়া ১২টায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুল জলিলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
পথচারী সাজেদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বনানী এলাকায় পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে প্রাইভেটকারকে পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যান চালক আহত গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
তিনি আরও জানান, চালকের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে জানা যায়, তার বাড়ি গাজীপুরের দয়াগঞ্জ এরশাদ নগরে। তার বাবার নাম তমিজউদ্দীন মোল্লা।
বিজ্ঞাপন
জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, বনানীতে সড়ক দুর্ঘটনায় আহত চার জনকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক আব্দুল জলিলকে মৃত ঘোষণা করেন। বাকি তিন জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় শনাক্ত করা হয়েছে।
এসএএ/এসএসএইচ