গণ–অভ্যুত্থানে শহীদ ১৩৩ শিশু
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
গণ–অভ্যুত্থানে শহীদ ১৩৩ শিশু
জুলাই গণ–অভ্যুত্থানে কমপক্ষে ১৩৩ শিশু শহীদ হয়েছে। তাদের মধ্যে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ধরনের শ্রমে নিয়োজিত শিশুরাও রয়েছে। এই শিশুদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছিল ১১৭ জন। প্রথম আলোর অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
বিজ্ঞাপন
শহীদ হওয়া সবচেয়ে ছোট শিশুর বয়স ৪ বছর, নাম আবদুল আহাদ। রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে নিজ বাসার বারান্দায় গত বছরের ১৯ জুলাই গুলিবিদ্ধ হয়েছিল সে। পরদিন ২০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালের কণ্ঠ
চাল ডাল তেল আমদানিতে রেকর্ড
উচ্চ মূল্যস্ফীতিতে নাজেহাল জনজীবন। আয় না বাড়লেও ব্যয় বেড়ে দ্বিগুণ। নুন আনতে পান্তা ফুরায় বেশির ভাগ মানুষের। দীর্ঘদিন খাদ্যপণ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার মিথ্যা প্রচার।
বাস্তবে পেটের জ্বালা পূরণে স্বয়ংসম্পূর্ণ নয় দেশ। আছে সিন্ডিকেটের দৌরাত্ম্যও। উত্পাদনেও নেই উত্সাহ। তাই আমদানিতেই ভরসা।
সমকাল
কর্তৃত্ববাদী শাসনের পতনঘণ্টা বাজে এক সিদ্ধান্তে
দেশের রাজনীতির ইতিহাসে অবিস্মরণীয় দিন ২০২৪ সালের ৪ আগস্ট। দিনের শুরুটা ছিল সাবলীল, তবে দুপুর গড়াতেই তা রূপ নেয় গণবিস্ফোরণে। সেদিন একে একে যখন পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের গুলিতে প্রাণহানির খবর আসে, তখন জেগে ওঠে পুরো দেশ। শিক্ষার্থী থেকে দিনমজুর, পেশাজীবী থেকে সমাজকর্মী সবাই রাজপথে নেমে আসেন একযোগে। এদিন প্রাণ হারান ১০১ জন। রাষ্ট্র ও জনগণের মাঝের বিশ্বাসের দেয়াল ভেঙে পড়ে। ৪ আগস্ট রাতেই নির্ধারিত হয়ে যায় সর্বেসর্বা শেখ হাসিনার রাজনৈতিক পরিণতি।
যুগান্তর
শহীদদের পূর্ণ তালিকা হয়নি
যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, ইতিহাস বদলে দেওয়া সেই শহীদদের যথাযথ সম্মান ও মর্যদা দেওয়া হচ্ছে না। এক বছরে শহীদদের পূর্ণাঙ্গ নির্ভুল তালিকা হয়নি। তাদের সংখ্যা নিয়ে সরকার এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তথ্যে গরমিল রয়েছে। এছাড়াও শুরুতে নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হলেও বর্তমানে তা গতিহীন হয়ে পড়েছে। তাদের কবরগুলোও সংরক্ষণে তেমন উদ্যোগ নেই। এতে অনেক শহীদের নাম হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া আন্দোলনের শেষ সময়ে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গণকবরে ১১৪ জনের লাশ দাফন করা হয়। কিন্তু এখন পর্যন্ত সেই লাশ উত্তোলন করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা যায়নি। এছাড়াও অভ্যুত্থানে শহীদ ছয়জনের লাশ এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে। এগুলো শনাক্তে কার্যকর উদ্যোগ নেই। শহীদদের ব্যাপারে উদ্যোগ শুধু কথাতে ও কাগজে কলমে সীমাবদ্ধ। বাস্তবে তেমন কোনো অগ্রগতি নেই। সংশ্লিষ্টরা বলছেন, এটি শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
কালের কণ্ঠ
চট্টগ্রাম বন্দরে বড় দুর্নীতিবাজ এনামুল
দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের পরিবহন বিভাগের পরিচালক এনামুল করিমের বিরুদ্ধে সম্প্রতি উত্থাপিত হয়েছে গুরুতর দুর্নীতির অভিযোগ। অভিযোগগুলোকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দর ও সংশ্লিষ্ট মহলে চলছে তুমুল আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত পর্যন্ত—সবখানেই তাঁর বিরুদ্ধে শুধুই দুর্নীতির অভিযোগ বাড়ছে। মিলছে নতুন নতুন তথ্য।
যুগান্তর
দুদকের পালে হাওয়া
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পালে হাওয়া লেগেছে। গতি ফিরেছে সব ধরনের কাজে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব প্রভাবশালী মন্ত্রী, এমপি ও ব্যবসায়ী নেতার দুর্নীতির বিষয়ে চুপ ছিল দুদক, এখন তাদের বিরুদ্ধে সরব। রাঘববোয়ালরাও রেহাই পাচ্ছেন না। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য থেকে শুরু করে সাবেক মন্ত্রী-এমপিদের অনেকেই ফেঁসেছেন দুদকের জালে। পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সাত সদদ্যের নামে পৃথক ছয়টি মামলা করে দুদক। শেখ পরিবারের ৭ সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
সমকাল
শ্রমিকদের আত্মত্যাগের স্বীকৃতি নেই কোথাও
জুলাই গণঅভ্যুত্থানে অন্য সবার মতো জীবন-জীবিকার ঝুঁকি নেন শ্রমিক, গৃহকর্মী, রিকশাওয়ালা, দিনমজুর, হকারসহ প্রায় সব পর্যায়ের শ্রমজীবী। কাজ হারানোর ভয় উপেক্ষা করে রাজপথে প্রতিরোধ-প্রতিবাদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তারা। কারখানা ছেড়ে রাজপথে নেমে আসা অনেকেরই আর ঘরে ফেরা হয়নি। এ আন্দোলনে নিহত হয়েছেন অন্তত ১১২ শ্রমিক। পঙ্গুত্ববরণ করেন কয়েক হাজার। প্রাতিষ্ঠানিক খাতের এ রকম শ্রমিকের বাইরে
আরও পড়ুন
কালের কণ্ঠ
গাজীপুরে এক বছরে ৭২ কারখানা বন্ধ
গাজীপুর মহানগরে টঙ্গীর খাঁ পাড়া সড়কে সিজন ড্রেসেস কারখানায় কাজ করতেন এক হাজার ২৬০ শ্রমিক-কর্মচারী। ২০২২ সালে প্রতিষ্ঠানটি থেকে তিন কোটি ৩৭ লাখ ডলারের পোশাক রপ্তানি করা হয়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জেরে প্রতিষ্ঠানে প্রথম মন্দার ধাক্কা লাগে ২০২৩ সালে। ওই বছরের অক্টোবর থেকে পরের বছরের মার্চ পর্যন্ত কারখানায় তেমন কাজই ছিল না।
সমকাল
এবার জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজছে কমিশন
বিএনপি মতামত দিলেও জুলাই জাতীয় সনদ-২০২৫-এর খসড়ায় মতামত দেয়নি জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ অন্তত ১৩টি দল। সনদের আইনি ভিত্তি চাওয়া এ দলগুলোর দাবি– নির্বাচনের আগেই সাংবিধানিক সংস্কার হতে হবে, ভোট হবে সনদের অধীনে। এই বাস্তবতায় জুলাই সনদ বাস্তবায়নের পথ খুঁজছে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন।
টিবিএস
রাজউকের প্লট হস্তান্তর আরও সহজ হবে
সরকারের কাছ থেকে ৯৯ বছরের জন্য লিজ দলিলপ্রাপ্ত প্লট ও ফ্ল্যাট বন্ধক রেখে ঋণ নেওয়ার পাশাপাশি উক্ত সম্পত্তি বিক্রয়, দান, হেবা ও আম-মোক্তার দলিল করতে আর সরকারি দপ্তরের অনুমোদন নিতে হবে না। এতে লিজগ্রহীতারা বিপুল পরিমাণ অর্থ ঘুষ দেওয়া থেকে রেহাই পাওয়ার পাশাপাশি আমলাতান্ত্রিক হয়রানি থেকেও মুক্তি পাবেন।
সমকাল
একের পর এক উধাও হচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি
অনলাইনে উড়োজাহাজের টিকিট বুকিং খাতে বারবার জালিয়াতির ঘটনা ঘটছে। গ্রাহক ও এজেন্সির কোটি কোটি টাকা নিয়ে উধাও হচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ)। সর্বশেষ গত শনিবার হুট করে বন্ধ হয়ে গেছে টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’। এতে বিপাকে পড়েছেন হাজারো গ্রাহক ও টিকিট বিক্রেতা এজেন্সি।
খাতসংশ্লিষ্টরা বলছেন, টিকিট বুকিং অনলাইন প্ল্যাটফর্মগুলো ‘অবাস্তব’ অফার দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে। পরবর্তী সময়ে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করে ভেগে যায়। এসব ঘটনায় মামলা হলে দুয়েকজন গ্রেপ্তার হয়। কিন্তু জালিয়াতি বন্ধ হয় না। কারণ, এই খাত নিয়ন্ত্রণে কোনো নীতিমালা নেই। সরকার শুধু লাইসেন্স দিয়েই দায় শেষ করে।
অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা একই ঝুঁকি নেন। তাদের ভাগ্যেও ঘটে একই পরিণতি। এদের অনেকেই সরকারের হতাহতের তালিকায় নথিভুক্ত হননি।
কালবেলা
পুলিশের বিরুদ্ধে ১১ মাসে ৭৬১ মামলা, গ্রেপ্তার ৬১: টিআইবি
গণঅভ্যুত্থান-পরবর্তী ১১ মাসে সারা দেশে পুলিশের বিরুদ্ধে ৭৬১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে এক হাজার ১৬৮ পুলিশ সদস্যের। তাদের মধ্যে ৬১ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সোমবার (৪ আগস্ট) রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।
টিবিএস
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান, বেসরকারি খাতে ছাড়ার চিন্তা রেলওয়ের
পণ্য পরিবহনের আয় বাড়াতে দেড় বছর আগে ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ১২৫টি লাগেজ ভ্যান কিনেছিল বাংলাদেশ রেলওয়ে। ঢাক-ঢোল পিটিয়ে উদ্বোধন করা হলেও দুর্বল পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে এই ভ্যানগুলো থেকে কাঙ্ক্ষিত আয় তো বাড়েইনি, বরং উল্টো কমেছে।
বর্তমানে নতুন কেনা লাগেজ ভ্যানগুলোর প্রায় ৬০ শতাংশই ব্যবহার হচ্ছে না—অলস পড়ে আছে।
লাগেজ ভ্যান মূলত একটি বিশেষ ধরনের রেল কোচ, যা পণ্য, লাগেজ এবং দ্রুত নষ্ট হয়–এমন দ্রব্য পরিবহনের জন্য ব্যবহার করা হয়।
সমকাল
শহীদের তালিকা থেকে ৮ জনের নাম বাদ
জুলাই গণঅভ্যুত্থানে শহীদের তালিকা থেকে আটজনের নাম বাদ দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে চারজনের নাম সরকারি গেজেটে দুইবার অন্তর্ভুক্ত ছিল। বাকি চারজন সরাসরি আন্দোলনে সম্পৃক্ত নন– কেউ ছিলেন পুলিশ সদস্য, কেউ জেল পালাতক, কেউ পারিবারিক দ্বন্দ্বে নিহত, আবার কেউ আন্দোলনের সময় হাসপাতালে ভর্তি ছিলেন।