হালদায় মিলল সাড়ে ১৩ কেজি ওজনের মা মৃগেল
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত হালদা নদী থেকে একটি মৃত মা মৃগেল মাছ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে হাটহাজারী উপজেলার শাহ মাদারী হ্যাচারি এলাকায় নদী থেকে নৌ পুলিশ মাছটি উদ্ধার করে।
বিজ্ঞাপন
মাছটির দৈর্ঘ্য ৪২ ইঞ্চি এবং প্রস্থ ১৮ ইঞ্চি। মাছটির ওজন ১৩ কেজি ৫০০ গ্রাম। পরীক্ষা-নিরীক্ষা শেষে মাছটি মাটিচাপা দেওয়া হয়।
রামদাস মুন্সির হাট নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুহাম্মদ রমজান আলী বলেন, নিয়মিত টহলের সময় জোয়ারে ভেসে আসা মরা মৃগেল মাছটি নদীর মাঝখানে ভাসতে দেখা যায়। পরে সেটি বোটে তুলে ডাঙায় নেওয়া হয়।
বিজ্ঞাপন
এমআর/জেডএস