ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দিনব্যাপী চলছে উৎসব ও ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানের আয়োজন। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর সোয়া ১২টায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়। তবে বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানের সময় বৃষ্টির আশঙ্কা রয়েছে।

দুপুর ১টায় আবহাওয়া অফিস ঢাকা ও আশপাশের এলাকার জন্য ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি আরও জানায়, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে।

আজ দুপুর ১২টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং আদ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ। এর আগে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে অনুষ্ঠানস্থলে ভিড় জমাতে শুরু করেছেন মানুষ। মঞ্চের চারপাশ ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

এমএইচএন/জেডএস