রাজধানীর কামরাঙ্গীরচরের ডিএসসির ৫৫ নম্বর ওয়ার্ডকে ঢাকা-৭ সংসদীয় আসনে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

বুধবার (৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা-৭ সংসদীয় এলাকা থেকে কর্তন করে কামরাঙ্গীরচরকে ঢাকা-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এলাকাবাসী ঢাকা-৭ আসনের অধীন থেকে তাদের বিগত দিনের কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরবর্তী সময়ে ডিএসসিসি ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডকে ঢাকা-২ আসনের অন্তর্ভুক্ত করে রাজধানী থেকে আলাদা করে দেয়। কিন্তু নতুন সীমানা নির্ধারণ গেজেটে ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডকে ঢাকা-৭ আসনের অন্তর্ভুক্ত করা হলেও ৫৫ নম্বর ওয়ার্ডকে ঢাকা-২ আসনের সঙ্গে রেখে দেওয়া হয়। 

বক্তারা অবিলম্বে ৫৫ নম্বর ওয়ার্ডকে ঢাকা-৭ সংসদীয় আসনে অন্তর্ভুক্তির দাবি জানান। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

ওএফএ/এমজে