ভাগাড়ের বর্জ্য থেকে জ্বালানি-জৈব সার উৎপাদনের উদ্যোগ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনা মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে অগ্নি নির্বাপক ব্যবস্থার প্রবর্তন ও পর্যাপ্ত মাটির আচ্ছাদন প্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভাগাড়ের বর্জ্য থেকে জ্বালানি ও জৈব সার উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) ডিএসসিসি নগরভবনের মিলনায়তনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
প্রশাসক বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উৎপাদিত বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তি অনুসারে মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে অগ্নি নির্বাপক ব্যবস্থার প্রবর্তন ও পর্যাপ্ত মাটির আচ্ছাদন প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। ফলে ভাগাড়ের দুর্গন্ধ এবং মিথেন গ্যাস হতে সৃষ্ট অগ্নিকাণ্ড ও ধোঁয়া হতে সৃষ্ট পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সম্ভব হবে। এছাড়া। ভাগাড়ের বর্জ্য থেকে জ্বালানি ও জৈব সার উৎপাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় বনায়ন ও সবুজায়নের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও বন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ৫ বছর মেয়াদি এ চুক্তির আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত জায়গায় কর্পোরেশনের অর্থায়নে নগর বনায়ন কার্যক্রমে বন অধিদপ্তর কারিগরি পরামর্শসহ সার্বিক সহযোগিতা প্রদান করবে। এছাড়া বন অধিদপ্তর বনায়ন পরিচালনা ও তদারকি ম্যানুয়াল প্রস্তুত করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে সরবরাহ করবে। চুক্তি অনুযায়ী বনায়ন পরবর্তী পরিচর্যা ও সুরক্ষায় স্থানীয় কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করা হবে। ল্যান্ডস্কেপ উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত প্রশমনে বনায়ন ও সবুজায়নসহ সৌন্দর্য বর্ধনের মাধ্যমে সার্বিক পরিবেশের উন্নয়নে ২০২৫-২৬ অর্থবছরের অনুমোদিত বাজেটে ১.০১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এএসএস/এআইএস