বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

বুধবার(৬ আগস্ট) কলেজ ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০টায় কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সেবিকা ও সর্বস্তরের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে বিজয় র‌্যালি কলেজ প্রাঙ্গণ হতে শুরু করে হাসপাতালের বহির্বিভাগ হয়ে ইস্কাটন গার্ডেন রোড প্রদক্ষিণ করে কলেজে এসে অতিথিবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে র‌্যালি শেষ হয়। 

র‌্যালি শেষে সকাল সাড়ে ১০ টায় কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে কেক কাটা এবং পৌনে  ১১ টায় দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে. এম. মজিবুল হকের সভাপতিত্বে আলোচনা সভা সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ডা. সাইফুল আলম, সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম এনডিসি, মেডিসিন সোসাইটির মহাসচিব ডা. মো জাকারীয়া-আল-আজিজ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন হলি ফ্যামিলি হাসপাতালের  পরিচালক অধ্যাপক ডা. এস এম খোরশেদ আলম মজুমদার ও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মেহেরুন নেসা, সোসাইটির রক্ত কর্মসূচির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. হুমায়ুন কবির (অব.) হাসপাতালের উপ-পরিচালক ডা. কে. এম. জিয়াউর রহমান, নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লায়লা আঞ্জুমান, জুলাই বিপ্লবের যুদ্ধাহত মোহসেন বিন মোজাম্মেলসহ সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সেবিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

আলোচনা সভায় জুলাই-আগস্টের শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ সকল শহীদের আত্মত্যাগের চেতনা ধারণ করে ভবিষ্যতে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে এবং দেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের বিষয়ে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

জেইউ/এআইএস