রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে মো. সাকিব (১৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাকিব চাঁপাইনবাবগঞ্জের শ্রীপুর উপজেলার রাজবাড়ী গ্রামের এবাদুল মিয়ার ছেলে।

নিহতের মামা ইজাদুল জানান, আমার ভাগ্নে পেশায় নির্মাণ শ্রমিকের কাজ করতো। আজ বিকেলের দিকে ফকিরাপুলে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

এসএএ/এআইএস