মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) নির্বাহী পরিচালক শাহীন আনামকে ‘অনারারি মেম্বার অব দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ (এমবিই) পদক দেওয়া হ‌য়ে‌ছে। মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ তা‌কে এ পদক দেওয়া হ‌য়ে‌ছে।

বুধবার (৬ আগস্ট) ঢাকার ব্রিটিশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক খেতাবপ্রাপ্ত শাহীন আনামের হা‌তে সম্মাননা স্মারক তুলে দেন।

ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মানবাধিকার, অন্তর্ভুক্তি ও নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় অনন্য অবদানের জন্য ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় শাহীন আনামকে এমবিই খেতাবে ভূষিত করেন। গত দুই দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্য ও মানুষের জন্য ফাউন্ডেশন বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও মানবাধিকারের অগ্রগতিতে একসঙ্গে কাজ করে আসছে।

এই অংশীদারত্বের আওতায় যুক্তরাজ্য সরকার যোগ্য সম্মান, অন্তর্ভুক্তি ও ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করা ৪৬০টিরও বেশি তৃণমূল সংগঠনকে সহায়তা দিয়ে আসছে।

ব্রিটিশ হাইক‌মিশনার বলেন, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় শাহীন আনামের নিরলস প্রচেষ্টা বাংলাদেশে স্থায়ী প্রভাব ফেলেছে। এই অর্জন আমাদের দুই দেশের অভিন্ন মূল্যবোধ ও দৃঢ় অংশীদারত্বের প্রতিফলন।

এনআই/এমটিআই