প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

নির্বাচনমুখী হচ্ছে দলগুলো

জুলাই ঘোষণা ও জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণাকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছে বিএনপি। এর মধ্য দিয়ে দলটি নির্বাচনী সড়কে ওঠার আনুষ্ঠানিক বার্তাও দিয়েছে। তবে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময়সীমা ঘোষণাসংক্রান্ত কিছু বিষয়ে মনঃক্ষুণ্নতা প্রকাশ করেছে। তবে এই দল তিনটি নির্বাচনের ঘোষিত সময় নিয়ে আপত্তি করেনি।

৫ আগস্টের গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা এই তিনটি দল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ (সবার জন্য সমান সুযোগ) তৈরিতে জোর দিয়েছে। এর বাইরে অন্য রাজনৈতিক দলগুলোর বেশির ভাগই নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়েছে।

কালের কণ্ঠ

সরকারে গেলে কী করবে বিএনপি জানতে চাচ্ছেন কূটনীতিকরা

আসছে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে বিএনপি কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেবে, সে সম্পর্কে জানতে চাচ্ছেন বিদেশি কূটনীতিকরা। আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। জানা গেছে, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন বিভিন্ন দেশের কূটনীতিক ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। আগামী নির্বাচন সামনে রেখে বাংলাদেশের ভবিষ্যৎ, সম্ভাবনা ও বিএনপির অগ্রাধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় আগ্রহ দেখাচ্ছেন বিদেশি প্রতিনিধিরা।

সমকাল

তপশিল ঘোষণা ডিসেম্বরে

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। চিঠিতে নির্বাচনের সময় হিসেবে ফেব্রুয়ারি মাসের পাশাপাশি রোজা শুরুর আগেও উল্লেখ করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে ইসিকে অনুরোধের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

গতকাল বুধবার ইসি কার্যালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে পাঠানো চিঠিতে ‘উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের’ জন্য অনুরোধ জানান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

কালের কণ্ঠ

প্রাথমিকের বৃত্তিতে কেন এ বৈষম্য

চলতি বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই অংশ নিতে পারবে। এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের প্রায় ৮৫ লাখ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। 

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজসহ বেসরকারি স্কুলগুলোরই প্রাধান্য থাকত।

সমকাল

শেষ দিনে চট্টগ্রাম বন্দরে চাপ

যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ২০ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর  আজ বৃহস্পতিবার থেকে। আজ সকাল ১০টার পর থেকে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে তোলা পণ্যে পাল্টা শুল্কভার কার্যকর হচ্ছে। এ সময়ের আগ পর্যন্ত বন্দর থেকে জাহাজীকরণ পণ্যে ২০ শতাংশ নতুন শুল্ক এড়ানোর সুযোগ রয়েছে। এ সুবিধা নিতে কয়েকদিন ধরে পণ্য আগাম পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করেছে বিভিন্ন কারখানা। যুক্তরাষ্ট্র অভিমুখী পণ্যবোঝাই ট্রাক-লরিকে বন্দরে প্রবেশ এবং পণ্যছাড়ে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এতে প্রতিদিন ৮০০ কনটেইনার পরিমাণ অতিরিক্ত পণ্য রপ্তানি হচ্ছে। 

প্রথম আলো

পাল্টা শুল্ক কার্যকর, ভালো অবস্থানে বাংলাদেশ

বাংলাদেশি রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আজ বৃহস্পতিবার কার্যকর হচ্ছে। পাল্টা শুল্কারোপের আগে বেশির ভাগ দেশের পণ্যে মোটামুটি একই হারে শুল্ক আদায় করত দেশটি। এখন দেশভেদে আলাদা হারে শুল্ক দিতে হবে। এতে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে প্রতিযোগিতার হিসাবও বদলে যাবে।

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কারোপের পর কোন দেশের পণ্যে শুল্ক কত দাঁড়াতে পারে, তা জানতে একটি সাধারণ সুতির টি-শার্টের শুল্কের তুলনা করা যায়। যুক্তরাষ্ট্রের কাস্টমস এত দিন একটি সুতির টি-শার্ট থেকে সাড়ে ১৬ শতাংশ হারে স্বাভাবিক শুল্ক আদায় করেছে। এই শুল্কের সঙ্গে এখন থেকে বাংলাদেশের জন্য যুক্ত হবে ২০ শতাংশ পাল্টা শুল্ক।

সমকাল

রাজধানীর ৯৮ শতাংশ শিশুর রক্তে উচ্চমাত্রায় সিসা

রাজধানীর ৯৮ শতাংশ শিশুর রক্তে মাত্রাতিরিক্ত সিসার উপস্থিতি পাওয়া গেছে। ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকার শিশুদের মধ্যে সিসার মাত্রা বেশি লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) করা এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। 

গবেষণাটি ২০২২ সালে শুরু হয়ে ২০২৪ সালে শেষ হয়। গবেষণায় রাজধানীর বিভিন্ন এলাকার দুই থেকে চার বছর বয়সী ৫০০ শিশুর রক্ত পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ৯৮ শতাংশ শিশুর রক্তে ৬৭ মাইক্রোগ্রামের সমান বা তার বেশি সিসার উপস্থিতি আছে।

প্রথম আলো

এক হচ্ছে দেশের তিন দ্বীপ, নতুন ভূমি, নতুন সম্ভাবনা

বিকেলের নরম রোদ গ্রীষ্মের উত্তাপ কিছুটা কমিয়ে দিয়েছে। চারপাশজুড়ে খোলা প্রান্তর। পূর্বে সীতাকুণ্ডের পর্বতমালা আর পশ্চিমে মেঘনার জলরাশি। জনবসতি দূরের কথা, পশুপাখিরও দেখা নেই। চরাচরের নির্জনতাকে ভাঙছে কেবল শোঁ শোঁ করে আসা বাতাসের শব্দ। মেঘনা নদীর দিক থেকে নতুন জেগে ওঠা চরের পথ ধরে এগোতেই চোখে পড়ে এক বিরান ভূমি, যেখানে মাটির ওপর লবণের সাদা আস্তরণ, ঘাসের আস্তরণ আর নাম না–জানা ঝোপ। সরু খাল দিয়ে কোথাও কোথাও বইছে পানির প্রবাহ। সন্দ্বীপের দিকে এগোতেই গাছগাছালি আর মহিষের দলের আনাগোনা বাড়ছে। দূরে চোখে পড়ছে গবাদিপশুর চাষাবাদের জন্য তৈরি কেল্লা।

বণিক বার্তা

দেশে চাল উৎপাদনের তথ্য কতটা নির্ভরযোগ্য

দেশে এবার বোরো মৌসুমে ভালো ফলন হয়েছে। সরকারি গুদামে খাদ্য মজুদ পরিস্থিতিও সন্তোষজনক। তার পরও গত তিন মাস বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী। এ অবস্থায় বিদেশ থেকে জরুরি ভিত্তিতে চাল আমদানি করতে ক্রয় প্রক্রিয়ার সময় কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সামনে আমনের ফলন ক্ষতিগ্রস্ত হলেও যাতে দেশে চালের ঘাটতি না হয়, সেজন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চাল আমদানি করা হচ্ছে বলে দাবি সরকারের। তবে সংশ্লিষ্টরা বলছেন, দেশে কৃষি ও খাদ্যশস্য উৎপাদনের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন রয়েছে। এ কারণে উৎপাদন ভালো হলেও অনেক সময় বাজারে এর প্রভাব প্রতিফলিত হয় না। এতে বাজার নিয়ন্ত্রণে সরকারকেও সমস্যায় পড়তে হয়।

প্রথম আলো

থানা থেকে লুট হওয়া অস্ত্র অপরাধীদের হাতে

চট্টগ্রাম নগরে থানা-ফাঁড়ি থেকে লুট হওয়া অনেক আগ্নেয়াস্ত্র ও গুলি এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র-গুলি ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। লুট হওয়া অস্ত্র কেনাবেচায় পুলিশেরও সম্পৃক্ততা পাওয়া গেছে।

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট চট্টগ্রাম নগরের আটটি থানা ও আটটি ফাঁড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ লোকজন। সে সময় ৮১৩টি আগ্নেয়াস্ত্র ও ৪৪ হাজার ৩২৪টি গুলি লুট হয়। পুলিশের একটি সূত্র বলছে, বেশির ভাগ অস্ত্র-গুলি এখনো উদ্ধার হয়নি।

বণিক বার্তা

প্রশাসনিকে জনবল বেশি, সেবায় সংকট

দেশের সরকারি স্বাস্থ্যসেবা খাতে বিভিন্ন স্তরে বর্তমানে কর্মরত জনবল প্রায় ১ লাখ ২২ হাজার। এ খাতে অনেক প্রশাসনিক শীর্ষ পদের বিপরীতে অতিরিক্ত জনবল রয়েছে। বিশেষ করে পরিচালক, অধ্যক্ষ, উপপরিচালক, ডেপুটি সিভিল সার্জনের ক্ষেত্রে অনুমোদিত পদের বিপরীতে অতিরিক্ত পদায়ন করা হয়েছে। অন্যদিকে সরাসরি সেবাদানকারী চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারী, মেডিকেল কর্মী ও ল্যাবকর্মীর পদে প্রায় ৫০ হাজার জনবল ঘাটতি রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্যসেবা খাতে এ বিপুল জনবল সংকটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

যুগান্তর

রাজনীতি গড়াল ভোটের মাঠে

নির্বাচনের নিশ্চিত গন্তব্য এখন ফেব্রুয়ারি। ফলে ৬ মাস বাকি থাকলেও কার্যত নির্বাচনি ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে। যারা ইতোমধ্যে নিজের প্রার্থিতা নিশ্চিত করে ফেলেছেন তারা কালক্ষেপণ না করে ভোটের মাঠে নেমে পড়েছেন। বাকিরা প্রার্থিতা নিশ্চিতের গ্রিন সিগন্যাল পেতে ব্যস্ত সময় পার করছেন। মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী রমজানের আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের ঘোষণা করেছেন। এর মধ্য দিয়ে নির্বাচনের সময় নিয়ে যেমন সব ধরনের ধোঁয়াশা কেটে গেছে, তেমনি ভোটের রাজনীতিও গড়িয়েছে মাঠে।

বণিক বার্তা

অলস বসে আছে ২২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত চার বিশ্রামাগার

দেশে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ পরিবহনচালকদের ক্লান্তিহীন চলাচল। বিষয়টি আমলে নিয়ে দেশের চার মহাসড়কের পাশে বিশ্রামাগার নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। খরচ হয়েছে ২২৬ কোটি ২২ লাখ টাকা। স্বল্প খরচে স্বাস্থ্যসম্মত পরিবেশে পরিবহনচালকদের বিশ্রামের সুযোগ দেয়াই এ প্রকল্পের লক্ষ্য। চারটি বিশ্রামাগারের দুটির কাজ শেষ হয়েছে দুই বছর আগেই। বাকি দুটিও পুরোপুরি প্রস্তুত। তবে সেগুলো চালু না করে অলস ফেলে রাখায় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন চালকরা।

টিবিএস

২ কোটি ডলারের জাপানি বিনিয়োগ চুক্তিতে লাইফলাইন পাচ্ছে বেক্সিমকো টেক্সটাইল

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বেক্সিমকো টেক্সটাইলস লিমিটেডের কারখানাগুলো একটি ত্রিপক্ষীয় লিজ চুক্তির আওতায় আবারও চালু হতে যাচ্ছে। এই চুক্তিতে জাপানি সংস্থা রিভাইভাল প্রজেক্ট লিমিটেড, জনতা ব্যাংক এবং বেক্সিমকো গ্রুপ রয়েছে।

শ্রম মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, এই উদ্যোগ বাংলাদেশ সরকারের নীতিগত সমর্থন পেয়েছে, যার লক্ষ্য দেশের অন্যতম বৃহত্তম টেক্সটাইল কার্যক্রমের পুনরুদ্ধার, একইসঙ্গে প্রায় ২৫,০০০ কর্মীর জন্য কর্মসংস্থান সৃষ্টি।

কালবেলা

সিইও নিজেই পাচার করেন ৫৫ হাজার কর্মীর তথ্য

পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বীমা কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫৫ হাজার কর্মীর ব্যক্তিগত তথ্য পাচারের অভিযোগ উঠেছে এই কোম্পানিরই সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আপেল মাহমুদের বিরুদ্ধে। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। গত সোমবার শাহবাগ থানায় দায়ের করা মামলায় আপেল মাহমুদ ছাড়াও আরও দুজনকে আসামি করা হয়েছে। মামলা সূত্রে এ তথ্য জানা গেছে।

টিবিএস

২ মাসে বাংলাদেশ ব্যাংকের ১,৫০০ কোটি টাকা ঋণ পরিশোধ করেছে ইসলামী ব্যাংক

আমানতে প্রবৃদ্ধি ভালো হওয়ায় এবং ধীরে ধীরে গ্রাহকদের আস্থা ফিরে আসায় জুন ও জুলাই মাসে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ঋণের ১ হাজার ৫০৮ কোটি টাকা পরিশোধ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

বিগত সরকারের আমলে অনিয়মের মাধ্যমে ভুয়া বা বেনামে ঋণ দেওয়ার কারণে ইসলামী ব্যাংক প্রয়োজনীয় ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) রাখতে ব্যর্থ হলে ব্যাংকটিকে ২ হাজার ৩০৮ কোটি টাকা জরুরি ডিমান্ড লোন দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

আজকের পত্রিকা

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি দক্ষিণ এশিয়ার ভূ–রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠেছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ক্ষমতার যে পালাবদল ঘটেছে, তা এই অঞ্চল ঘিরে পরাশক্তিগুলোর প্রভাবে নতুন আলোড়ন তুলেছে। বিশেষ ভারত, চীন ও যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরের এই বদ্বীপ ঘিরে স্বার্থ ও কৌশলের পুনর্বিন্যাস আনছে। আর এই কৌশলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পাকিস্তান।