রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের ৫ নম্বর রোডের ডি ব্লকে চাপাতি ঠেকিয়ে মোহাম্মদ নাজিম উদ্দিন নামে এক যুবকের কাছ থেকে ৪১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পাঠাও কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী যুবক মোহাম্মদপুর থানা একটি অভিযোগ দায়ের করেছেন।

ছিনতাইয়ের শিকার ওই যুবক জানান, আমি পাঠাও কুরিয়ার সার্ভিসে চাকরি করি। বিকেলের দিকে একতা হাউজিংয়ের ৫ নম্বর রোডের মসজিদের সামনে ডেলিভারি দিয়ে ঢাকা উদ্যান ৫ নম্বর রোডে ডি-ব্লক দিয়ে মেইন রোডের দিকে আসতে ছিলাম। পথিমধ্যে ১৪ নম্বর বসর সামনে চাপাতিসহ তিন যুবক আমার সাইকেলের গতি রোধ করে। এরপর আমার কাছে থাকা ৪১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। আমি তাদের কাছে আমার মোবাইল ফোনটি চাইলে তারা দূর থেকে আমাকে ফোনটি দিয়ে দেয়। এরপর একটি রিকশায় করে ওই তিন যুবক চাপাতিসহ একতা হাউজিংয়ের দিকে চলে যায়। এই ঘটনায় কর্তৃপক্ষের নির্দেশে আমি মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সাদা পাঞ্জাবি পরা এক যুবক সাইকেল নিয়ে ঢাকা উদ্যান পাঁচ নম্বর রোডের ডি ব্লক দিয়ে আসতে ছিলেন। পথিমধ্যে তিন যুবক তার গতিরোধ করে চাপাটি ধরে তার কাছ থেকে টাকা নিয়ে একটি রিকশায় করে চলে যায়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আব্দুল মোমিন জানান, অভিযোগটি আমলে নিয়ে আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। সিসি ফুটেজ সংগ্রহ করে আসামিদের ধরার জন্য চেষ্টা চলছে।

এসএএ/এমএন