প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় ডিসেম্বরের মধ্যেই বিদেশি অপারেটর

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের এনসিটি, লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার বন্দরের ৪ নম্বর ফটকে ব্যবহারকারীদের জন্য সেবা ডেস্ক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

আজকের পত্রিকা

বগুড়ায় ১৫১ ধারায় চলছে গ্রেপ্তার-বাণিজ্য

বগুড়ার শাজাহানপুর থানা-পুলিশ ১ আগস্ট দিবাগত রাত পৌনে ২টার দিকে টেঙ্গামাগুর এলাকা থেকে রনি আহমেদ নামের এক যুবককে আটক করে। পরদিন তাঁকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়, টহল পুলিশ দেখে ওই যুবক পালানোর সময় তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

কালের কণ্ঠ

বেকারত্বেও বাড়ছে অপরাধ

শিল্পনগরী গাজীপুরে নতুন আতঙ্ক বেকার হওয়া শ্রমিক। তাঁদের অনেকে চুরি ছিনতাই ও প্রতারণার মতো অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন বলে পুলিশ জানিয়েছে। গত ছয় মাসে শুধু গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে এক হাজার ৬০০ ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে আট শতাধিক হচ্ছে বন্ধ হয়ে যাওয়া গার্মেন্ট ও অন্যান্য কারখানার বেকার শ্রমিক।

বণিক বার্তা

বিদ্যুচ্চালিত মোটরযানের যুগে ঢাকার রাস্তায় চলছে ‌লক্কড়-ঝক্কড় বাস

পৃথিবীর বিভিন্ন শহরে চলাচল করা পাবলিক বাসের অর্থনৈতিক আয়ু থাকে সাধারণত ১৫-২০ বছর। বেশির ভাগ শহরেই অবশ্য এ নিয়ে ধরাবাঁধা নিয়ম নেই। প্রয়োজনীয় ফিটনেস থাকলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দীর্ঘদিন ধরে বাস চলারও নজির রয়েছে। আবার অনেক শহরে পুরনো ডিজেলচালিত বাস তুলে দিয়ে নামানো হচ্ছে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব বাস। বিদ্যুচ্চালিত মোটরযানের যুগে এসে উল্টো পথে হাঁটছে বাংলাদেশ। রাজধানী ঢাকায় যেসব পাবলিক বাস চলছে, সেগুলোর বেশির ভাগেরই ফিটনেস বলতে কিছু নেই। রঙচটা ভাঙাচোরা বডি, দরজা-জানালার কাচ নেই, লাইট-ইন্ডিকেটর নেই, বডির পেছনের অংশ খুলে পড়েছে, আসনগুলো হয়ে উঠেছে ময়লা তেল চিটচিটে—এগুলোই যেন ঢাকার বাসের প্রধান বৈশিষ্ট্য।

ইত্তেফাক

এখনো উদ্ধার হয়নি দেড় হাজার অস্ত্র

বর্তমান সরকারের এই এক বছরে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে পুলিশ বাহিনীকে। গত বছরের ৫ আগস্ট থানা ও স্টেশনগুলো ফেলে পালিয়ে গিয়েছিল পুলিশ সদস্যরা। লুট হয়েছিল তাদের আগ্নেয়াস্ত্র। লুট হওয়া অস্ত্রের একটা অংশ উদ্ধার হলেও এখনো প্রায় দেড় হাজার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। যেগুলো অপরাধীদের কাছে চলে গেছে বলে সংশ্লিষ্টরা বলছেন। আগামী নির্বাচনের আগে এই অস্ত্র উদ্ধার করতে না পারলে নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই।

বণিক বার্তা

এসএসপি অকার্যকরে প্রশাসন ক্যাডারের কর্তৃত্ব আরো পাকাপোক্ত হয়

সরকারের উচ্চপদে পদায়নে বৈষম্য নিরসনসহ বেশকিছু লক্ষ্য নিয়ে সিনিয়র সার্ভিস পুল (এসএসপি) চালু করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জনমুখী, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দক্ষ প্রশাসন কাঠামো গড়ে তুলতে এসএসপির মাধ্যমে সে সময় লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উচ্চপদের জন্য বিভিন্ন ক্যাডারের মধ্যে উন্মুক্ত প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। এতে জনপ্রশাসনে প্রশাসন ক্যাডারের প্রাধান্য কমে যাওয়ার বাস্তবতা তৈরি হয়। তাই সে সময় প্রশাসন ক্যাডারদের একটি অংশ এর বিরোধিতা করেন। ফলে এ প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে সেভাবে গতি আসেনি। জিয়াউর রহমানের মৃত্যুর পর এসএসপির কার্যক্রম অকার্যকর হয়ে পড়ে এবং পরে এরশাদ সরকার সেটি বাতিল করে। বিশ্লেষকরা বলেন, এর মধ্য দিয়ে জনপ্রশাসনে প্রশাসন ক্যাডারের কর্তৃত্ব পাকাপোক্ত হয়।

যুগান্তর

হাসিনার নির্দেশেই ঢাকায় সব গণহত্যা, মিশন বাস্তবায়নে হাবিব

জুলাই গণ-অভ্যুত্থানে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজধানী ঢাকায় নিরস্ত্র ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ছিলেন বেপরোয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই পুলিশ কর্মকর্তা রাজধানীতে সংঘটিত সব গণহত্যার মিশন বাস্তবায়ন করেন।

বণিক বার্তা

আপেলের করভার ১২২ শতাংশ, মোবাইল ফোনে কথা বলায় ৩৫%

বাংলাদেশের মানুষ কর দেয় না—কথাটি বহুল প্রচলিত হলেও বাস্তবতা ভিন্ন। প্রকৃতপক্ষে দেশের মানুষ প্রতিনিয়তই কর দিচ্ছে, বেশির ভাগই অজান্তে। আমদানি পণ্য খালাসের সময় এসব কর ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করে নেয়া হয়, যার প্রভাব পড়ে ভোক্তাদের ওপর। এতে পণ্যমূল্য বেড়ে যায়। কেনার সময় মানুষ সেটি দামের সঙ্গে পরিশোধ করে। যার পরিমাণ অনেক সময় মূল কেনা দামের চেয়ে কয়েক গুণ বেশিও হয়।

সমকাল

সাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছে

বিপদগ্রস্ত শিশুদের সাহায্য করতে সমাজসেবা অধিদপ্তরের চালু করা চাইল্ড হেল্পলাইনে গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে সহায়তা চেয়ে ফোনকল এসেছে ২৬ হাজার ১০০টি। গত বছরের একই সময়ে হেল্পলাইনে ফোন এসেছিল ১৯ হাজার ২৬৫টি। গত বছরের তুলনায় এ বছর শিশু নির্যাতন ও সহিংসতার ঘটনায় সহায়তা চাওয়ার ঘটনা বেড়েছে প্রায় সাত হাজার।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যানেও শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ার চিত্র দেখা গেছে। তাদের তথ্যমতে, গত সাত মাসে নির্যাতনের শিকার হয়েছে ৬৪০ শিশু। গত বছরের একই সময়ে নির্যাতনের শিকার হয়েছিল ৪৬৩ শিশু। চলতি বছরের প্রথম সাত মাসে ধর্ষণের শিকার হয়েছে ৩০৬ শিশু। আগের বছর এই সংখ্যা ছিল ১৭৫। তার আগের বছর (২০২৩) একই সময়ে সহিংসতার ঘটনা ছিল ৬১৮ এবং ধর্ষণের শিকার হয় ১৯৪ শিশু।

প্রথম আলো

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হয়নি; বরং সিদ্ধান্তহীনতা, প্রশাসনিক জটিলতা, গতিহীনতা শিক্ষাব্যবস্থাকে আরও দুর্বল করেছে। শিক্ষার বিভিন্ন পদে ব্যক্তির বদল হলেও কাজকর্মে তেমন পরিবর্তন হয়নি। দুর্নীতি-অনিয়মের অভিযোগ শোনা যায় আগের মতোই।

কালের কণ্ঠ

প্রতিযোগীরা সংকটে, সুবিধায় বাংলাদেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কঝড়ে টালমাটাল বাংলাদেশের প্রতিযোগী দেশ চীন, ভারত ও ভিয়েতনাম। এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্কহার তুলনামূলকভাবে বেশি হওয়ায় সুবিধাজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ। এতে দেশগুলো প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। আর এর সুফল পাওয়ায় সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের।

কালবেলা

সাড়ে তিন বছরেও চূড়ান্ত হয়নি কয়লা সরবরাহকারী

পটুয়াখালীর কলাপাড়ায় ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র যৌথভাবে নির্মাণ করেছে আরপিসিএল ও নরিনকো ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড (আরএনপিএল)। বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় উৎপাদনের জন্য প্রস্তুত হলেও দীর্ঘমেয়াদি (পাঁচ বছর) কয়লা আমদানির জন্য যোগ্য সরবরাহকারী চূড়ান্ত করতে না পারায় কেন্দ্রটি চালু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অথচ বিদেশি বিনিয়োগে স্থাপিত কেন্দ্রটির গত জুনেই বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার কথা ছিল। বর্তমানে চতুর্থ দফায় দরপত্র মূল্যায়নে কারিগরিভাবে সিঙ্গাপুরভিত্তিক ইয়াংথাই এনার্জি পিটিই লিমিটেড যোগ্য হিসেবে বিবেচিত হলেও কয়লার দাম নিয়ে আপত্তি তুলে আটকে রাখার অভিযোগ উঠেছে সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে। যদিও দরপত্রের আর্থিক মূল্যায়ন প্রতিবেদনে প্রস্তাবিত দরপত্রকে সাশ্রয়ী উল্লেখ করা হয়েছে। বিদ্যুৎ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

কালের কণ্ঠ

দুর্গ ফিরে পেতে চায় বিএনপি

নোয়াখালী জেলার ছয়টি আসনেই নির্বাচন সামনে রেখে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। নোয়াখালীজুড়ে জয় পেয়ে আবারও ‘দুর্গ’ ফিরে পেতে চাইছে বিএনপি। জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিস সব আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচটি আসনে এরই মধ্যে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। নিবন্ধন না পেলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হিসেবে নোয়াখালী-৬ আসনে একজন প্রার্থীর তৎপরতা লক্ষ করা গেছে।

দেশ রূপান্তর

বিমানের ঘাড়ে বোয়িংয়ের ঘা

অনেক দিন ধরেই নানা সমস্যায় জর্জরিত বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ঋণের বোঝা নিয়ে দিশেহারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ সংস্থাটি। ফ্লাইট নিয়েও চলছে সমস্যা। ফ্লাইট উড়াল দেওয়ার পর ইঞ্জিনে বা অন্য স্থানে সমস্যা দেখা দিচ্ছে প্রায়ই। বাধ্য হয়ে পুনরায় বিমানবন্দরে অবতরণ করাতে হচ্ছে বিমানকে।

আজকের পত্রিকা

৬০১ কোটি টাকার প্রকল্প ৪ বছরেই বেহাল

৬০১ কোটি টাকার প্রকল্প। ১০ ভবনে নির্মিত হয়েছে ৭৩৬ আবাসিক ফ্ল্যাট। সময় পাঁচ বছরও গড়ায়নি, এরই মধ্যে ফ্ল্যাটগুলোতে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। কারণ, ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে এসব ফ্ল্যাট। কোনো ভবনে ফাটল ধরেছে, টোকা দিলেই খসে পড়ছে প্লাস্টার। কোথাও আবার বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পড়ে পানি। স্যাঁতসেঁতে হয়ে পড়েছে বাথরুম ও রান্নাঘরের দেয়াল। ফ্ল্যাটের বেসিন খুলে পড়ছে, ক্ষয়ে পড়ছে টয়লেটের পাইপও। এমন বেহাল চিত্র রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের।

টিবিএস

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট: লোটাস কামালের পরিবারসহ সাবেক ৩ এমপিকে অভিযোগমুক্তি

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি, একটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে, যাদের বিরুদ্ধে ছিল সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে অনিয়মের অভিযোগ। প্রতিবেদনে বলা হয়েছে, এ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি বা মানবপাচারের কোনো প্রমাণ মেলেনি।

ফলে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওরফে 'লোটাস কামাল'-এর পরিবারের সদস্য এবং তিন সাবেক আওয়ামী লীগ সাংসদসহ অভিযুক্ত সিন্ডিকেট সদস্যরা মামলাটি থেকে অব্যাহতি পেতে চলেছেন।