সামাজিক মাধ্যমে বিরূপ মন্তব্য, দুলালের জাতীয় যুব পুরস্কার স্থগিত
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্যের ভিত্তিতে আল সাজিদুল ইসলাম দুলালের জাতীয় যুব পুরস্কার স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, গত ১২ আগস্ট সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। এ দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬ জন সফল সংগঠককে জাতীয় যুব পুরস্কার ২০২৫ দেওয়া হয়েছে। এদের মধ্যে একজন পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি আল সাজিদুল ইসলাম দুলাল, যিনি প্রতিক্ষণ যুব ফাউন্ডেশনের প্রতিনিধিত্ব করেন। তার যুব পুরস্কার ২০২৫ স্থগিত করা হয়েছে।
বিজ্ঞাপন
মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বিরূপ মন্তব্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসএইচআর/এমজে