বনানীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা : প্রধান দুই আসামি কুমিল্লায় গ্রেপ্তার
রাজধানীর বনানীর একটি সিসা লাউঞ্জে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার চাঞ্চল্যকর ঘটনার প্রধান দুই আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৫ আগস্ট) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে র্যাব।
বিজ্ঞাপন
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া আসামিরা এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও সরাসরি অংশগ্রহণকারী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় আগামীকাল (১৬ আগস্ট) সকাল ১০টায় উত্তরা র্যাব-১ এর কার্যালয়ে র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানাবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪ টার দিকে রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে ‘৩২ ডিগ্রি’ নামে একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এমএসি/এমএসএ