কারা অধিদপ্তরের এআইজি আবু তালেবের মৃত্যু
রাজধানীর বকশিবাজার কারা অধিদপ্তরের কোয়ার্টারে আবু তালেব (৫০) নামে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি কারা অধিদপ্তর হেডকোয়ার্টার্সের এআইজি প্রশাসনিক হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (১৭ আগস্ট) ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নিহতের ছেলে আজিম জানান, ভোরে বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় বাবা আর বেঁচে নেই।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষ অবগত আছেন।
এসএএ/বিআরইউ