দেড় লাখ কোটি টাকার ঋণ খেলাপি দেখানো যাচ্ছে না
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
ইসলামপন্থীদের নিয়ে পাল্টা কৌশল নিচ্ছে বিএনপি
৫ আগস্টের গণ-অভ্যুত্থান–পরবর্তী রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন ঘিরে ইসলামপন্থীদের একজোট হওয়ার যে প্রচেষ্টা চলছে, তা বিএনপিকে ভাবনায় ফেলেছে। দলটির নীতিনির্ধারণী নেতারা মনে করছেন, আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) অনুপস্থিতিতে আগামী নির্বাচনে ইসলামপন্থীরা বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। এমন প্রেক্ষাপটে ইসলামপন্থী ‘ভোটব্যাংক’ বিবেচনায় রেখে বিএনপিও পাল্টা কৌশল আঁটছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বণিক বার্তা
বিশ্বের ১০০ উড়োজাহাজ সংস্থার মধ্যে নাম নেই বিমান বাংলাদেশের
প্রতিষ্ঠার পর থেকে পরিচালনার জন্য সরকারের কাছ থেকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেয়ে আসছে রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। অবকাঠামো গড়ে তোলা, উড়োজাহাজ সংগ্রহ ও এজন্য দরকারি সভরেন গ্যারান্টি, দেশের বিমানবন্দরগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ পাওয়াসহ প্রায় সব ক্ষেত্রে সরকারের সহযোগিতা পেয়েছে সংস্থাটি। কিন্তু তার পরও গত ৫৪ বছরে ভালো এয়ারলাইনসের কাতারে যেতে পারেনি বিমান। উল্টো ঘন ঘন যান্ত্রিক ত্রুটি, ফ্লাইট বাতিল, সূচি পরিবর্তন, অনেক ক্ষেত্রে বিশ্বসেরা বিভিন্ন এয়ারলাইনসের চেয়ে বেশি ভাড়া, ফ্লাইটের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাবারের মান নিয়ে প্রশ্নসহ বিভিন্ন কারণে সমালোচনা পিছু ছাড়েনি সংস্থাটির।
প্রথম আলো
শরীয়তপুরে অ্যাম্বুলেন্স চক্রের কাছে জিম্মি রোগী ও স্বজন
শরীয়তপুরে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছেন সেবাগ্রহীতারা। চক্রটির কারণে সরকারি অ্যাম্বুলেন্সের সেবাও সীমিত রয়েছে। মূলত সরকারের স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণ না থাকায় এমনটা হচ্ছে বলে মনে করেন রোগী ও তাঁদের স্বজনেরা।
বণিক বার্তা
ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ
বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে কাজ করা ভারতীয় কোম্পানি ওএনজিসি ভিদেশ (ওভিএল) এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের (ওআইএল) পারফরম্যান্স ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করেছে পেট্রোবাংলা। বিষয়টি নিশ্চিত করেছেন পেট্রোবাংলার কর্মকর্তারা। এদিকে ব্যাংক গ্যারান্টি প্রত্যাহারের পর কোম্পানিগুলো বাংলাদেশের দুটি অফশোর ব্লক থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইন সংবাদ প্রকাশ করেছে।
বণিক বার্তা
শিক্ষক সংকটে বর্ণ শব্দ ও উচ্চারণ বাংলায় অনুবাদের উদ্যোগ
চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদ্রী—এ পাঁচ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় প্রাথমিক স্তরের বই সরবরাহ কার্যক্রম শুরু হয় ২০১৭ সালে। তিন পার্বত্য জেলা ও দেশের বিভিন্ন অঞ্চলে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে এসব বই সরবরাহ হলেও শিক্ষক সংকটে উদ্যোগটি কার্যত ব্যর্থ হয়। তাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে নেয়া হয়েছে নতুন উদ্যোগ। সহজে পাঠযোগ্য করতে পাঁচ ভাষার এসব বইয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যুক্ত করবে বাংলা অনুবাদ ও উচ্চারণ নির্দেশিকা।
প্রথম আলো
ফরিদপুর-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ২০ কিলোমিটার পার হতে শরীরে ব্যথা, ঝাঁকুনিতে বসা যায় না আসনে
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গতকাল শনিবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী গ্রামের বাড়িতে রওনা দেন কলেজছাত্র সুব্রত পাল। ফরিদপুরের ভাঙ্গায় আসার পর ঝাঁকুনিতে তাঁর সারা শরীর ব্যথা হয়ে যায়। আসনে স্থির হয়ে বসে থাকতে পারছিলেন না তিনি। তিনি বললেন, ‘এই সড়ক দিয়ে আমি ঢাকাসহ বিভিন্ন এলাকায় যাই। কিন্তু রাস্তা খারাপ হওয়ায় সময় বেশি লাগার পাশাপাশি সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। চাকা গর্তে পড়লে মনে হয় এই বুঝি উল্টে যাবে। এতে এই সড়ক দিয়ে যাওয়ার সময় আতঙ্কে থাকি।’
কালের কণ্ঠ
জুলাই সনদের খসড়ায় ৮ দফা অঙ্গীকার
রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দুই পর্বের সংলাপ থেকে প্রাপ্ত সুপারিশগুলোসহ জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে। খসড়ায় জাতীয় সনদকে বিশেষ মর্যাদা ও আইনি ভিত্তি দেওয়ার কথা বলা হয়েছে। এতে সনদের পটভূমি, রাজনৈতিক ঐকমত্য হওয়া ৮৪টি বিষয় এবং সনদ বাস্তবায়নের আটটি অঙ্গীকারনামা রয়েছে। এগুলো হচ্ছে এই সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না।
প্রথম আলো
এসএসসি পরীক্ষা: পুনর্নিরীক্ষণেই ধরা পড়ে এত ভুল, দাবি পুনর্মূল্যায়নের
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে একের পর এক ভিড় করছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। অনেকেরই অভিযোগ, এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে। কেউ উত্তরপত্র পুনর্মূল্যায়নের অনুরোধ করছেন, কেউ আবার সামান্য নম্বরের জন্য জিপিএ-৫ হাতছাড়া হওয়ায় আক্ষেপ জানাচ্ছেন।
যুগান্তর
মিলারের দাদন বাণিজ্যে অস্থির চালের বাজার
সরকারি গুদামে খাদ্যশস্যের নিরাপদ মজুত রয়েছে। বাজারেও সরবরাহ পর্যাপ্ত। কিন্তু মিলারদের দাদন বাণিজ্যের প্রভাবে বোরোর ভরা মৌসুমেও চালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। কৃষকের মাঠের ধান মনপ্রতি ১১০০-১২০০ টাকায় কিনে গুদামজাত করেছেন মিলাররা। পরে সংকট দেখিয়ে নিজেরাই বাড়াচ্ছে দাম। আর ধানের দাম বাড়ার অজুহাতে মিল পর্যায়ে বস্তাপ্রতি (৫০ কেজি) চালের দাম সর্বোচ্চ ৩০০ টাকা বাড়ানো হয়েছে। তিন মাস ধরে চলছে এমন পরিস্থিতি। এতে পাইকারি ও খুচরা বাজারে হু হু করে বড়েছে দাম। খুচরা বাজারে এক কেজি মোটা চাল কিনতেও গরিবের ৬০ টাকা খরচ করতে হচ্ছে। সরু চালের কেজি গিয়ে ঠেকেছে ৯০ টাকায়। এমন পরিস্থিতির মধ্যেও সরকারের দায়িত্বপ্রাপ্তদের নেই তেমন কোনে তদারকি। ফলে নির্বিঘ্নে বাজার নিয়ন্ত্রণ করছে মিলাররা। ফলে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি কিনতে ক্রেতাসাধারণের নাভিশ্বাস উঠছে।
কালবেলা
জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তির কৌশল খুঁজছে কমিশন
বহুল আলোচিত ও প্রত্যাশিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি ও আইনি ভিত্তির কৌশল খুঁজছে জাতীয় ঐকমত্য কমিশন। এ বিষয়ে সংলাপে অংশগ্রহণকারী অধিকাংশ দলের দাবির পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে কমিশন। এরই মধ্যে একটি বিশেষজ্ঞ দলসহ অনানুষ্ঠানিকভাবে অভিজ্ঞজনের মতামত নেওয়া হয়েছে। এ সপ্তাহে আরও কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে বসে বিস্তারিত আলোচনা করে তাদের মতামত নেবে কমিশন।
সমকাল
দেড় লাখ কোটি টাকার ঋণ খেলাপি দেখানো যাচ্ছে না
গত সরকারের সময় লুকানো খেলাপি ঋণ এখন বেরিয়ে আসায় ব্যাংক খাতে সার্বিকভাবে এর পরিমাণ পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর বাইরে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে খেলাপি দেখানো যাচ্ছে না আরও এক লাখ ৬৩ হাজার কোটি টাকা। বিভিন্ন ব্যাংকের এক হাজার ৮৬ জন ঋণ গ্রহীতার ২৭ হাজার ৩০২টি ঋণের বিপরীতে বিপুল অঙ্কের এ অনাদায়ী ঋণ নিয়মিত দেখাতে হচ্ছে। এসব ঋণগ্রহীতা নিয়মিত গ্রাহকদের মতো সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন। কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিবিসি
জুলাই সনদেই আগামী নির্বাচন চায় জামায়াত-এনসিপি, বাস্তবায়ন প্রশ্নে ভিন্ন অবস্থানে বিএনপি
রাজনৈতিক দলগুলোর কয়েক দফায় আলোচনার পর শেষ পর্যন্ত জুলাই সনদের খসড়া প্রস্তুত করে তাদের কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। দলগুলোর মতামত নিয়ে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে জুলাই সনদ ঘোষণার কথাও বলছে কমিশন।
জুলাই সনদ নিয়ে নানা আলোচনার পর এর বাস্তবায়ন নিয়ে বড় সংকট দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে।
দেশ রূপান্তর
১৩০০ কোটি খরচেও সড়কে নৌকা
বছরের অর্ধেক সময় সড়কগুলো ডুবে থাকে নোংরা পানির নিচে। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বাড়িঘর, রান্নাঘর, টয়লেট। পানিতে ভাসে মসজিদ, মাদ্রাসা, স্কুল, এমনকি কবরস্থানও। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লালপুর, পৌষাপুকুরপাড় ও আশপাশ এলাকার প্রায় ২০ লাখ বাসিন্দা দুই দশক ধরে জলাবদ্ধতার দুর্বিষহ জীবনযাপন করছেন। প্রতিদিন নোংরা পানি মাড়িয়ে তাদের ছুটতে হয় কর্মস্থলে। যাতায়াতের জন্য নৌকা ও ভ্যানই প্রধান ভরসা, তবে এর জন্য পাঁচগুণ ভাড়া দিতে হয়। জলাবদ্ধতা নিরসনে ১ হাজার ৩০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও, ফতুল্লাবাসীর জলাবদ্ধতার দুর্ভোগ কমেনি।