বোরো সংগ্রহ কর্মসূচি : লক্ষ্যমাত্রার বেশি সংগ্রহ
খাদ্য মন্ত্রণালয় ঘোষিত অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচি-২০২৫ এর লক্ষ্যমাত্রার অধিক সংগৃহীত হয়েছে।
সোমবার (১৮ জুলাই) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়, সরকার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচিতে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, ১৪ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে ১৫ আগস্ট ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন ধান (১০৭.৬৯%), ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন সিদ্ধ চাল (১০০.৪৬%) এবং ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন আতপ চাল (১০২.৬১%) সংগৃহীত হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বলেও তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
এসএইচআর/এনএফ