বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হলো দেড় একর জমি
রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরভূমি দখলমুক্ত করতে যৌথভাবে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বুধবার (২০ আগস্ট) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কাউটাইল মৌজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেড় একর জমি উদ্ধারসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিজ্ঞাপন
অভিযানের নেতৃত্ব দিয়েছেন — দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন এবং বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (ঢাকা নদী বন্দর) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এ সময় ঢাকা নদী বন্দরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযানে ৩টি দ্বিতল ভবন, ৩টি আধাপাকা কক্ষ ও প্রায় ২০০ ফুট দীর্ঘ একটি পাকা দেয়াল ভেঙে ফেলা হয়। পাশাপাশি প্রায় ১ দশমিক ৫ একর নদীর তীরভূমি দখলমুক্ত করা হয়।
এর আগে, বিআইডব্লিউটিএর পক্ষ থেকে জানানো হয়, হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন নং ৩৫০৩/২০০৯ ও ১৩৯৮৯/২০১৬ এর আদেশ অনুযায়ী এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পোস্তগোলা সেতু থেকে কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত এলাকাজুড়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন মৌজায় (চর মিরেরবাগ, নয়াটোলা, দোলেশ্বর, হাজারীবাগ ও কাটুরাইল) সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভরাট অপসারণ করা হবে।
অভিযান কার্যক্রম নির্বিঘ্ন করতে ঢাকা জেলার পুলিশ সুপারের দপ্তরে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েনের অনুরোধ করা হয়েছে।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, বুড়িগঙ্গার তীরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দখল নদীকে সংকুচিত করছে। পরিবেশ ও নৌ-নিরাপত্তার স্বার্থে নিয়মিত উচ্ছেদ কর্মসূচি চালু রাখা হচ্ছে। এবারের অভিযানে স্থানীয় প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে অংশ নিচ্ছে।
আরএইচটি/এআইএস