‘বৈষম্যহীন-পরিকল্পিত দেশ গড়ার আকাঙ্ক্ষার অগ্রগতি সেভাবে পরিলক্ষিত হয়নি’
জুলাই গণঅভ্যুত্থানের একবছর পেরিয়ে গেলেও বৈষম্যহীন এবং পরিকল্পিত বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষার অগ্রগতি এখনো সেভাবে পরিলক্ষিত হয়নি বলে উল্লেখ করেছে আলোচকরা।
বুধবার (২০ জুলাই) বাংলামোটরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান : বৈষম্যহীন ও পরিকল্পিত বাংলাদেশ গড়ার প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সংলাপে বক্তারা এ কথা বলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আলোচকরা বলেন, অর্থনৈতিক সূচকে বেশ কিছুটা সাফল্য এসেছে। মানুষ এখন আগের চেয়ে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে ৷ বিপরীতে মানুষের যাপিত জীবনের সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ অনেকটাই সীমিত। অনেক সংস্কার কমিশন হলেও শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার নিয়ে উদ্যোগ নেয়া হয়নি।
বিজ্ঞাপন
তারা বলেন, আমলাতন্ত্রের যথাযথ সংস্কার ও জনবান্ধব করার উদ্যোগ স্তিমিত হয়ে গিয়েছে। তারপরও জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগকে যথাযথ স্মরণ করে বৈষম্যহীন ও পরিকল্পিত বাংলাদেশ গড়তে সবার ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই।
বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খানের সভাপতিত্বে জুলাই সংলাপে অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী, পরিকল্পনাবিদ, সংশ্লিষ্ট পেশাজীবী ও বিশ্ববিদ্যালয় শিক্ষক উপস্থিত ছিলেন।
এএসএস/বিআরইউ